Tea for Weight Loss: এই চা খেয়ে ৭ দিনে গলিয়ে ফেলতে পারেন মেদ, শুধু মেশাবেন না দুধ-চিনি
megha |
Jun 10, 2024 | 2:20 PM
Herbal Tea for Weight Loss: অনেকেই দিন শুরু করেন চা দিয়ে। ইমিউনিটি বাড়ানো থেকে শুরু করে সর্দি-কাশি থেকে মুক্তি দেয় চা। এমনকি মেদ ঝরাতেও সাহায্য করে চা। কিন্তু দুধ চা খেলে চলবে না। খেতে হবে এই ৬ ভেষজ চা। ভেষজ চা শুধু যে স্বাদের জন্য খাওয়া হয়, এমন নয়। ভেষজ চা স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী।
1 / 8
অনেকেই দিন শুরু করেন চা দিয়ে। ইমিউনিটি বাড়ানো থেকে শুরু করে সর্দি-কাশি থেকে মুক্তি দেয় চা। এমনকি মেদ ঝরাতেও সাহায্য করে চা। কিন্তু দুধ চা খেলে চলবে না। খেতে হবে এই ৬ ভেষজ চা।
2 / 8
ভেষজ চা শুধু যে স্বাদের জন্য খাওয়া হয়, এমন নয়। ভেষজ চা স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। এগুলো ওজন কমাতে সাহায্য করে। কোন-কোন চা খেলে মেদ গলাবেন, দেখে নিন।
3 / 8
ওজন কমানোর দৌড়ে সবার প্রথমে রয়েছে গ্রিন টি। এই চায়ের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, মেটাবলিজমকে উন্নত করে এবং ফ্যাট গলাতে সাহায্য করে। গ্রিন টি ফ্যাট অক্সিডেশন প্রায় ১৭% বাড়িয়ে দেয়।
4 / 8
হজমের গোলমাল থাকলে আদা চা খান অনেকেই। এতে রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে থাকে। এই আদা চা খিদে নিয়ন্ত্রণ করে এবং ওজন কমাতে সাহায্য করে।
5 / 8
মানসিক চাপ কমিয়ে ওজন কমাতে চাইলে তুলসির চা পান করুন। এই চা কর্টিসল লেভেলের ভারসাম্য বজায় রাখে এবং মেটাবলিক ফাংশনকে উন্নত করে। তুলসি চা কোলেস্টেরলের মাত্রাও কমায়।
6 / 8
সুগারকে ওজনকে নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়ে। দারুচিনির চা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে, খিদে কমায় এবং কার্বোহাইড্রেট ভাঙার প্রক্রিয়াকে ধীর করে দেয়। এই উপায়ে দারুচিনির চা ওজন কমায়।
7 / 8
ওজন কমাতে সাহায্য করে পুদিনা পাতার চা। এই চা খেলে হজমজনিত সমস্যাও কমে যায়। এই চা ক্যালোরির গ্রহণের পরিমাণ কমায়। তার সঙ্গে তরতাজা বোধ করবে পুদিনার চা খেলে।
8 / 8
মৌরির চা বদহজম, পেট ফাঁপার সমস্যাকে দূর করতে সাহায্য করে। মৌরি চা প্রস্রাবের মাধ্যমে দেহে জমে থাকা টক্সিন বের করে দেয়। এই চা খিদে কমায় এবং ওজন কমাতে সাহায্য করে।