North Bengal: এপ্রিলে নর্থ বেঙ্গল যাচ্ছেন? মাত্র ৫,০০০ টাকায় ঘুরে নিন এই ৬ জায়গা
megha |
Mar 15, 2024 | 11:40 AM
Offbeat Destination: গরমে হাঁসফাঁস অবস্থার মুখোমুখি হওয়ার আগেই ঢুঁ মারুন পাহাড়ে। কম খরচে এবং কাছেপিঠে পাহাড় বলতে বাঙালির দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং। এসব পাহাড়ে জনপদেও অফবিট ডেস্টিনেশন রয়েছে। বাজেট যদি ৫০০০-৬০০০ টাকা থাকে, এই ৬ জায়গাকে রাখতে পারেন ট্রাভেল লিস্টে।
1 / 8
এপ্রিল-মে মাসের গরমে বেঁচে থাকা দায় হয়ে যায়। এই হাঁসফাঁস অবস্থার মুখোমুখি হওয়ার আগেই ঢুঁ মারুন পাহাড়ে। রোজকারের জীবন থেকে মুক্তি মিলবে। হাওয়া বদলও হবে।
2 / 8
কম খরচে এবং কাছেপিঠে পাহাড় বলতে বাঙালির দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং। এসব পাহাড়ে জনপদেও অফবিট ডেস্টিনেশন রয়েছে। বাজেট যদি ৫০০০-৬০০০ টাকা থাকে, এই ৬ জায়গাকে রাখতে পারেন ট্রাভেল লিস্টে।
3 / 8
দার্জিলিঙের কোলে অবস্থিত ছোট্ট চা বাগান পুবুং। চা বাগানকে ঘিরে গড়ে উঠেছে গোটা পর্যটন কেন্দ্র। নিউ জলপাইগুড়ি থেকে মাত্র ৯০ কিলোমিটারের রাস্তা পুবুং। ছবির মতো সাজানো গ্রাম পুবুং। সবুজে ঘেরা চা বাগান আর অর্কিডের মেলা। পাহাড়ের ধাপে-ধাপে গড়ে উঠেছে বসতি। সেখানেই হোমস্টে পেয়ে যাবেন।
4 / 8
দার্জিলিং যাওয়ার পথে পড়ে চটকপুর। সেনচাল অভয়ারণ্যের মধ্যে অবস্থিত চটকপুর। সেনচাল অভয়ারণ্যের মধ্যে ঘুরে বেড়াতে চাইলে চটকপুরকে বেছে নিন। এখান থেকে আপনি ঘুরে নিতে পারেন টাইগার হিল।
5 / 8
প্রকৃতিপ্রেমীদের কাছে স্বর্গোদ্যান লুংচু। লাভা থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত লুংচু। এটি ন্যাওড়াভালি ন্যাশানাল পার্কের মধ্যে অবস্থিত। তাই এপ্রিলে এখানে গেলে দেখা মিলবে রডোড্রেনডনের। হিমালয়ান পাখি আর কাঞ্চনজঙ্ঘা, দুটোই দেখা যাবে।
6 / 8
কালিম্পং থেকে ১৫ কিলোমিটার দূরে অবস্থিত রামধূরা। এক সময় ভার্জিন স্পট ছিল এই রামধূরা। বর্তমানে পর্যটকদের আনাগোনা বেড়েছে রামধূরায়। নিউ জলপাইগুড়ি থেকে মাত্র ৮৬ কিলোমিটারের রাস্তা রামধূরা।
7 / 8
কালিম্পং বেড়াতে গেলে ঘুরে আসতে পারেন পানবু। পানবুদারা ৫৫০০ ফুট উচ্চতায় অবস্থিত। এখান থেকে স্পষ্ট দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। ৩৬০ ডিগ্রি ভিউ পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘার। তার সঙ্গে রয়েছে তিস্তা। একই ফ্রেমে ধরা পড়তে পারে সেভকের রেল ব্রিজ আর করোনেশন ব্রিজ।
8 / 8
ডুয়ার্স বেড়াতে গেলে ঝালং, বিন্দুর সঙ্গে ঘুরে নিন প্যারেন। ভারত-ভুটান সীমান্তের শেষ জনপদ প্যারেন। এখানে পশ্চিমবঙ্গ বন দফতরের কটেজ একটা কটেজ রয়েছে। একমাত্র রাত্রিবাসের ঠিকানা। শিলিগুড়ি থেকে প্রায় ১১২ কিলোমিটারের পথ প্যারেন। ঝালং থেকে প্যারেনের দূরত্ব ৪৫ কিলোমিটার।