Aloe Vera Gel: শুধু অ্যালোভেরা জেল মাখলে চলবে না, নিখুঁত ত্বক পেতে মেশান এই ৪ উপাদান
megha |
Jun 06, 2024 | 4:22 PM
Beautiful Skin: যে কোনও কাটাছেঁড়া, আগুনে পুড়ে যাওয়া ক্ষত থেকে শুরু করে ঘা, দাগ, ব্রণর উপর অ্যালোভেরা জেল লাগালে নিমেষে আরাম মেলে। জাদু আছে এই প্রাকৃতিক উপাদানের মধ্যে। ত্বকের হাল ফেরাতে সাহায্য করে অ্যালোভেরা জেল।
1 / 8
ত্বকের সমস্যায় সবসময় অ্যালোভেরাই প্রাধান্য পায়। হাতের কাছে চটজলদি সমাধান হিসেবে অ্যালোভেরার কদর কম নয়। উপকারও মেলে তেমনই।
2 / 8
যে কোনও কাটাছেঁড়া, আগুনে পুড়ে যাওয়া ক্ষত থেকে শুরু করে ঘা, দাগ, ব্রণর উপর অ্যালোভেরা জেল লাগালে নিমেষে আরাম মেলে। জাদু আছে এই প্রাকৃতিক উপাদানের মধ্যে।
3 / 8
বিভিন্ন ধরনের ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর হয় অ্যালোভেরা জেল। এগুলো ত্বকের দেখভালে দুর্দান্ত কাজ করে। ত্বকের হাল ফেরাতে সাহায্য করে অ্যালোভেরা জেল।
4 / 8
ত্বকের কোনও সমস্যা না থাকলেও আপনি অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। নিয়মিত অ্যালোভেরা জেল মাখলে ত্বকের জেল্লা বাড়ে। সর্বোপরি ট্যান পড়ে ত্বকের যে বেহাল দশা হয়েছে তা পুনরুদ্ধার করে অ্যালোভেরা।
5 / 8
ত্বকের উজ্জ্বলতা বাড়াতে শুধু অ্যালোভেরা জেল মাখলে চলবে না। এতে অল্প গোলাপ জল মিশিয়ে মাখুন। অ্যালোভেরা জেল ওগোলাপ জলের ফেসপ্যাক নিমেষের মধ্যে ত্বকে সতেজতা ভাব ফিরিয়ে আনে।
6 / 8
নাইট ক্রিম হিসেবেও ব্যবহার করা যায় অ্যালোভেরা জেল। এতে দু'ফোঁটা আমন্ড অয়েল মিশিয়ে মুখে মাখুন। এটি ত্বকের আর্দ্রতা বজায় রাখার পাশাপাশি ত্বকের কোমলতা ফিরিয়ে আনে।
7 / 8
ট্যান তুলতে অ্যালোভেরা জেলের সঙ্গে পাতিলেবুর রস মিশিয়ে মুখে মাখুন। এই ফেসপ্যাক ভিটামিন সি-তে ভরপুর। এটি ট্যান তোলার পাশাপাশি ত্বকের জেল্লা বাড়িয়ে তুলতে সাহায্য করবে।
8 / 8
ব্রণর সমস্যায় ভুগলে অ্যালোভেরা জেলের সঙ্গে দু'ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে মাখুন। এই মিশ্রণটি ব্রণর ফোলাভাব, প্রদাহ ও জ্বালাভাব নিমেষের মধ্যে কমিয়ে দেবে। পাশাপাশি ব্রণর দাগও দূর করে দেবে।