Facial Steam: গরম জলে মিশিয়ে নিন এই ৫ উপাদান, রোমকূপ পরিষ্কার করতে আর ফেস স্টিমারের প্রয়োজন পড়বে না

TV9 Bangla Digital | Edited By: megha

May 09, 2023 | 3:30 PM

Skin Care Tips: গরমে জলে তোয়ালে চাপা দিয়ে ভেপার নিলে আপনার রোমকূপগুলো খুলে যাবে এবং পরিষ্কার হয়ে যায়। কিন্তু গরমে জলে এমন উপাদান মেশাতে হবে, যা ত্বকের আরও বেশি খেয়াল রাখবে। এতে আপনার সর্দি-কাশির সমস্যাও দূর হয়ে যাবে।

1 / 8
ফেসিয়াল স্টিমিং ত্বকের ছিদ্রগুলি খুলতে, মৃত কোষ ও ময়লা দূর করতে সাহায্য করে। এমনকী ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস সমস্যাও দূর করে দেয় এই স্কিন কেয়ার পদ্ধতি।

ফেসিয়াল স্টিমিং ত্বকের ছিদ্রগুলি খুলতে, মৃত কোষ ও ময়লা দূর করতে সাহায্য করে। এমনকী ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস সমস্যাও দূর করে দেয় এই স্কিন কেয়ার পদ্ধতি।

2 / 8
স্যালোঁতে সাধারণত ফেসিয়াল করার সময় স্টিমার ব্যবহার করে এই স্টেপ অনুসরণ করা হয়। বাড়িতেও স্টিমার কিনে আপনি স্টিমিং নিতে পারেন। এছাড়া গরম জল করে তোয়ালে চাপা দিয়ে ভেপার নিতে পারেন।

স্যালোঁতে সাধারণত ফেসিয়াল করার সময় স্টিমার ব্যবহার করে এই স্টেপ অনুসরণ করা হয়। বাড়িতেও স্টিমার কিনে আপনি স্টিমিং নিতে পারেন। এছাড়া গরম জল করে তোয়ালে চাপা দিয়ে ভেপার নিতে পারেন।

3 / 8
গরমে জলে তোয়ালে চাপা দিয়ে ভেপার নিলে আপনার রোমকূপগুলো খুলে যাবে এবং পরিষ্কার হয়ে যায়। কিন্তু গরমে জলে এমন উপাদান মেশাতে হবে, যা ত্বকের আরও বেশি খেয়াল রাখবে।

গরমে জলে তোয়ালে চাপা দিয়ে ভেপার নিলে আপনার রোমকূপগুলো খুলে যাবে এবং পরিষ্কার হয়ে যায়। কিন্তু গরমে জলে এমন উপাদান মেশাতে হবে, যা ত্বকের আরও বেশি খেয়াল রাখবে।

4 / 8
উজ্জ্বল ত্বক পেতে আপনি গরম করে এক চিমটে হলুদ গুঁড়ো মেশাতে পারেন। সবচেয়ে ভাল হয় যদি কাস্তুরী হলুদ মেশাতে পারেন। এটি ত্বকের জন্য দারুণ উপকারী। এটি আপনার ত্বককে হাইড্রেটেড রাখবে এবং রোমছিদ্র পরিষ্কার করে দেবে।

উজ্জ্বল ত্বক পেতে আপনি গরম করে এক চিমটে হলুদ গুঁড়ো মেশাতে পারেন। সবচেয়ে ভাল হয় যদি কাস্তুরী হলুদ মেশাতে পারেন। এটি ত্বকের জন্য দারুণ উপকারী। এটি আপনার ত্বককে হাইড্রেটেড রাখবে এবং রোমছিদ্র পরিষ্কার করে দেবে।

5 / 8
আপনার যদি ব্রণ প্রবণ ত্বক হয়ে থাকে, তাহলে গরম জলে এমন উপাদান মেশাতে হবে, যা ব্রণ উৎপাদনকারী জীবাণু পরিষ্কার করে দেয়। এর জন্য আপনি গরমে জলে নিম বা তুলসি পাতা মেশাতে পারেন। রাতে ঘুমোতে যাওয়ার আগে ১৫ মিনিট ভেপার নিন।

আপনার যদি ব্রণ প্রবণ ত্বক হয়ে থাকে, তাহলে গরম জলে এমন উপাদান মেশাতে হবে, যা ব্রণ উৎপাদনকারী জীবাণু পরিষ্কার করে দেয়। এর জন্য আপনি গরমে জলে নিম বা তুলসি পাতা মেশাতে পারেন। রাতে ঘুমোতে যাওয়ার আগে ১৫ মিনিট ভেপার নিন।

6 / 8
গরমে অনেকেই তৈলাক্ত ত্বকের সমস্যায় ভোগেন। রাতে ঘুমোতে যাওয়ার আগে গরমে জলে তাজা অ্যালোভেরা জেল মিশিয়ে ১৫ মিনিট ভেপার নিন। স্টিমিংয়ের পর মুখে লেবুর রস মেখে নিন। ১৫ মিনিট মুখ ধুয়ে ফেলুন।

গরমে অনেকেই তৈলাক্ত ত্বকের সমস্যায় ভোগেন। রাতে ঘুমোতে যাওয়ার আগে গরমে জলে তাজা অ্যালোভেরা জেল মিশিয়ে ১৫ মিনিট ভেপার নিন। স্টিমিংয়ের পর মুখে লেবুর রস মেখে নিন। ১৫ মিনিট মুখ ধুয়ে ফেলুন।

7 / 8
যদি আপনার নরম্যাল স্কিন হয়ে থাকে, তাহলে গরমে ক্যামোমাইলের চা মিশিয়ে দিন। তারপর ভেপার নিন। এই ক্যামোমাইলের চা আপনার রোমছিদ্রগুলো পরিষ্কার করে দেবে। এতে আপনার ত্বক অক্সিজেন নিতে পারবে।

যদি আপনার নরম্যাল স্কিন হয়ে থাকে, তাহলে গরমে ক্যামোমাইলের চা মিশিয়ে দিন। তারপর ভেপার নিন। এই ক্যামোমাইলের চা আপনার রোমছিদ্রগুলো পরিষ্কার করে দেবে। এতে আপনার ত্বক অক্সিজেন নিতে পারবে।

8 / 8
আপনি গরম জলে লেবুর খোসা মিশিয়েও ভেপার নিতে পারেন। এছাড়া গরম জলে মেশাতে পারেন আপনার পছন্দমতো এসেনশিয়াল অয়েল। এই উপায়ে ভেপার নিলে ত্বকের সমস্যার পাশাপাশি সর্দি-কাশির সমস্যাও দূর হয়ে যাবে।

আপনি গরম জলে লেবুর খোসা মিশিয়েও ভেপার নিতে পারেন। এছাড়া গরম জলে মেশাতে পারেন আপনার পছন্দমতো এসেনশিয়াল অয়েল। এই উপায়ে ভেপার নিলে ত্বকের সমস্যার পাশাপাশি সর্দি-কাশির সমস্যাও দূর হয়ে যাবে।

Next Photo Gallery