Tomato For Acne: ব্রণর সমস্যায় ম্যাজিকের মতো কাজ করে টমেটো, জানুন ব্যবহার করবেন কীভাবে

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jun 23, 2023 | 8:00 PM

Acne Scar Care: টমেটোতে রয়েছে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি। যা ব্রণর সমস্যা দূর করতে ম্যাজিকের মতো কাজ করে। এছাড়া মুখের তৈলাক্ত ভাব কাটাতে ও মৃত কোষ অপসারণ করতেও সাহায্য করে। এছাড়াও টমেটোতে উপস্থিত লাইকোপিন ব্রণর সমস্যা মেটায়।

1 / 8
Tomato For Acne: ব্রণর সমস্যায় ম্যাজিকের মতো কাজ করে টমেটো, জানুন ব্যবহার করবেন কীভাবে

2 / 8
অনেকেরই গালে ব্রণর দাগ দেখতে পাওয়া যায়। শুধু দাগই নয়, অনেকের চামড়ায় সুক্ষ-সুক্ষ ছিদ্রও হয়ে যায়। এই সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে পারে টমেটো। জানুন কীভাবে ব্যবহার করবেন...

অনেকেরই গালে ব্রণর দাগ দেখতে পাওয়া যায়। শুধু দাগই নয়, অনেকের চামড়ায় সুক্ষ-সুক্ষ ছিদ্রও হয়ে যায়। এই সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে পারে টমেটো। জানুন কীভাবে ব্যবহার করবেন...

3 / 8
 টমেটোতে রয়েছে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি। যা ব্রণর সমস্যা দূর করতে ম্যাজিকের মতো কাজ করে। এছাড়া মুখের তৈলাক্ত ভাব কাটাতে ও মৃত কোষ অপসারণ করতেও সাহায্য করে। এছাড়াও টমেটোতে উপস্থিত লাইকোপিন ব্রণর সমস্যা মেটায় ও ত্বকের পিএইচের মাত্রা ঠিক রাখে।

টমেটোতে রয়েছে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি। যা ব্রণর সমস্যা দূর করতে ম্যাজিকের মতো কাজ করে। এছাড়া মুখের তৈলাক্ত ভাব কাটাতে ও মৃত কোষ অপসারণ করতেও সাহায্য করে। এছাড়াও টমেটোতে উপস্থিত লাইকোপিন ব্রণর সমস্যা মেটায় ও ত্বকের পিএইচের মাত্রা ঠিক রাখে।

4 / 8
আসুন জেনে নেওয়া যাক ত্বকের যত্নে কীভাবে কাজে লাগাবেন টমেটো।  প্রথমেই মিক্সারে টমেটো পেস্ট করে নিন। এবার এতে এক চামচ মধু মিশিয়ে লাগান। ১০ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন।

আসুন জেনে নেওয়া যাক ত্বকের যত্নে কীভাবে কাজে লাগাবেন টমেটো। প্রথমেই মিক্সারে টমেটো পেস্ট করে নিন। এবার এতে এক চামচ মধু মিশিয়ে লাগান। ১০ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন।

5 / 8
ত্বকের জন্য ভীষণ উপকারি হল অ্যালোভেরা। আর টমেটো আর অ্যালোভেরা একসঙ্গে মেশালেই হবে ম্যাজিক। এই দুটি উপাদান একসঙ্গে মিশিয়ে মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

ত্বকের জন্য ভীষণ উপকারি হল অ্যালোভেরা। আর টমেটো আর অ্যালোভেরা একসঙ্গে মেশালেই হবে ম্যাজিক। এই দুটি উপাদান একসঙ্গে মিশিয়ে মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

6 / 8
পেঁপেতে রয়েছে প্য়াপাইন। যা ত্বকের জন্য ভীষণ উপকারি। ব্রণর সমস্যা মেটাতে পেঁপে ও টমেটো একসঙ্গে মিশিয়ে মাখুন। বেশি কিছু না, টমেটো ও পেঁপে একসঙ্গে পেস্ট করে মুখে লাগিয়ে নিলেই হবে।

পেঁপেতে রয়েছে প্য়াপাইন। যা ত্বকের জন্য ভীষণ উপকারি। ব্রণর সমস্যা মেটাতে পেঁপে ও টমেটো একসঙ্গে মিশিয়ে মাখুন। বেশি কিছু না, টমেটো ও পেঁপে একসঙ্গে পেস্ট করে মুখে লাগিয়ে নিলেই হবে।

7 / 8
ব্রণর সমস্যায় জুড়ি নেই মুলতানি মাটির। পেঁপের সঙ্গে মুলতানি মিশিয়ে মাখলে আরও ভাল ফল পাবেন। মিটবে ব্রণর দাগছোপও। একট টমেটো পেস্ট করে নিন। তাতে এক চামচ মুলতানি মাটি ও জল মিশিয়ে গুলে নিন। এবার এই মিশ্রণ ত্বকে লাগিয়ে, ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

ব্রণর সমস্যায় জুড়ি নেই মুলতানি মাটির। পেঁপের সঙ্গে মুলতানি মিশিয়ে মাখলে আরও ভাল ফল পাবেন। মিটবে ব্রণর দাগছোপও। একট টমেটো পেস্ট করে নিন। তাতে এক চামচ মুলতানি মাটি ও জল মিশিয়ে গুলে নিন। এবার এই মিশ্রণ ত্বকে লাগিয়ে, ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

8 / 8
টমেটো পেস্ট করে শুধু লাগালেও ফল পাবেন। শুধু তাই নয়, ত্বকের ট্যান তুলতেও সাহায্য করে এটি। তবে টমেটো মুখে লাগিয়ে কখনও ঘষবেন না। একইভাবে গলায় ও ঘাড়ের মোটা কালো দাগ তুলতেও সাহায্য করে টমেটো।

টমেটো পেস্ট করে শুধু লাগালেও ফল পাবেন। শুধু তাই নয়, ত্বকের ট্যান তুলতেও সাহায্য করে এটি। তবে টমেটো মুখে লাগিয়ে কখনও ঘষবেন না। একইভাবে গলায় ও ঘাড়ের মোটা কালো দাগ তুলতেও সাহায্য করে টমেটো।

Next Photo Gallery