Walnuts For Skin: বলিরেখা থেকে ডার্ক সার্কেল, সব সমস্যা থেকে মুক্তির পথ লুকিয়ে আখরোটে, জানুন গুণাগুণ
TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
Jun 13, 2023 | 11:47 AM
Walnuts Skin Care: অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ আখরোট ত্বক থেকে বিষাক্ত পদার্থ বাইরে বের করে দেয়।ক্ষতিকারক টক্সিন ত্বক থেকে বেরিয়ে গেলে ত্বক সুন্দর ও জেল্লাদার হয়ে ওঠে। এছাড়াও ত্বকে সংক্রমণের আশঙ্কাও কমে।
1 / 8
সুস্থ-সবল থাকতে রোজ সকালে বাদাম খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। এক্ষত্রে অনেকেই সকাল-সকাল আখরোট খান। এই শুকনো বাদাম শরীরের জন্য ভীষণ উপকারি।
2 / 8
পুষ্টিগুণে ভরপুর এই আখরোট শুধু স্বাস্থ্যের জন্যই নয় ত্বকের জন্যও ভীষণ ভাল। ত্বকের কী-কী উপকার করে এই আখরোট? জানুন...
3 / 8
আখরোটে রয়েছে ভিটামিন ই ও বি৫। যা ত্বককে অন্দর থেকে সুস্থ রাখতে সাহায্য করে। ত্বক টানটান ও আর্দ্র রাখে এই আখরোট। এছাড়া ত্বকে অতিরিক্ত ছিদ্রের সমস্যাও মেটায়।
4 / 8
আজকাল অনেকেরই চোখের পাশে মোটা কালো দাগ দেখা যায়। মানসিক চাপ,ঘুমের অভাব বিভিন্ন কারণে এই ডার্ক সার্কেল হতে পারে। রাতের শোয়ার আগে আখরোট লাগালে দূর হয় এই সমস্যা।
5 / 8
আখরোটে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বককে উজ্জ্বল করে। আখরোটের পুষ্টিগুণ ত্বককে ভিতর থেকে উজ্জ্বল করতে সাহায্য করে থাকে।
6 / 8
বয়স ৩০ পেরোতে না পেরোতেই ত্বকে বলিরেখার সমস্যা দেখা দিচ্ছে বর্তমানে। আখরোটে রয়েছে ভিটামিন বি, ই ও অ্য়ান্টি অক্সিডেন্ট, যা এই বলিরেখার সমস্যা মিটিয়ে ত্বককে টানটান রাখে।
7 / 8
অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ আখরোট ত্বক থেকে বিষাক্ত পদার্থ বাইরে বের করে দেয়।ক্ষতিকারক টক্সিন ত্বক থেকে বেরিয়ে গেলে ত্বক সুন্দর ও জেল্লাদার হয়ে ওঠে।
8 / 8
আখরোটের গুণে ত্বক থেকে বিষাক্ত পদার্থ বেরিয়ে যাওয়ার ফলে ব্রণর ঝুঁকি কমে। এছাড়াও ত্বকে সংক্রমণের আশঙ্কাও কমে।