Okra Face Pack: ইনস্ট্যান্ট ট্যান রিমুভে ফেসিয়াল কিংবা পার্লার নয়, ভরসা রাখুন এই সবজিতেই

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Oct 03, 2023 | 9:00 AM

Skin Care Tips: বছরে একবারই আসে এই পুজো। আর তাকে ঘিরে আনন্দ, উত্তেজনা এসব চলতেই থাকে বছরভর। পুজোর দিন কেমন জামা পরা হবে, কী ভাবে সাজগোজ হবে, কোথায় কোথায় আড্ডা জমবে এই নিয়ে থাকে বিস্তর প্ল্যানিং। সকলেই চান পুজোর যেন তাঁকেই সবচেয়ে বেশি সুন্দর লাগে

1 / 8
পুজো আসছে, আর মোটে ১৭ দিন বাকি। আর তাই পজোর আগে হাত-পা সবকিছু ঝাঁ চকচকে করে ফেলতেই হবে। কেউ ছুটছেন পার্লারে আবার কেউ বাড়িতেই নানা রকম প্যাক বানিয়ে মাখছেন। এদিকে কাজের প্রয়োজনে অনেকেরই এখনও পুজোর জন্য কোনও কেনাকাটা হয়নি

পুজো আসছে, আর মোটে ১৭ দিন বাকি। আর তাই পজোর আগে হাত-পা সবকিছু ঝাঁ চকচকে করে ফেলতেই হবে। কেউ ছুটছেন পার্লারে আবার কেউ বাড়িতেই নানা রকম প্যাক বানিয়ে মাখছেন। এদিকে কাজের প্রয়োজনে অনেকেরই এখনও পুজোর জন্য কোনও কেনাকাটা হয়নি

2 / 8
বছরে একবারই আসে এই পুজো। আর তাকে ঘিরে আনন্দ, উত্তেজনা এসব চলতেই থাকে বছরভর। পুজোর দিন কেমন জামা পরা হবে, কী ভাবে সাজগোজ হবে, কোথায় কোথায় আড্ডা জমবে এই নিয়ে থাকে বিস্তর প্ল্যানিং। সকলেই চান পুজোর যেন তাঁকেই সবচেয়ে বেশি সুন্দর লাগে

বছরে একবারই আসে এই পুজো। আর তাকে ঘিরে আনন্দ, উত্তেজনা এসব চলতেই থাকে বছরভর। পুজোর দিন কেমন জামা পরা হবে, কী ভাবে সাজগোজ হবে, কোথায় কোথায় আড্ডা জমবে এই নিয়ে থাকে বিস্তর প্ল্যানিং। সকলেই চান পুজোর যেন তাঁকেই সবচেয়ে বেশি সুন্দর লাগে

3 / 8
কাজের প্রয়োজনে আমাদের রোজ বাড়ির বাইরে বেরোতেই হয়। এবার মুখে যতই সানস্ক্রিন ব্যবহার করা হোক না কেন তাও একটা দাগ ছো পড়েই যায়। এই দাগছোপ পার্লারে গিয়ে তোলা সব সময় সম্ভব হয় না। এতে পয়সাও বেশি খরচা হয়। তাই বাড়িতেই বানিয়ে নিন এই টোটকা

কাজের প্রয়োজনে আমাদের রোজ বাড়ির বাইরে বেরোতেই হয়। এবার মুখে যতই সানস্ক্রিন ব্যবহার করা হোক না কেন তাও একটা দাগ ছো পড়েই যায়। এই দাগছোপ পার্লারে গিয়ে তোলা সব সময় সম্ভব হয় না। এতে পয়সাও বেশি খরচা হয়। তাই বাড়িতেই বানিয়ে নিন এই টোটকা

4 / 8
ঢ্যাঁড়শ সবজি হিসেবে যেমন ভাল তেমনই ত্বকের জন্যও ভাল। চুলের পরিচর্যাতেও তা ব্যবহার করা যেতে পারে। ঢ্যাঁড়শ প্রথমে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এবার তা ভাল করে ব্লেন্ড করে নিন

ঢ্যাঁড়শ সবজি হিসেবে যেমন ভাল তেমনই ত্বকের জন্যও ভাল। চুলের পরিচর্যাতেও তা ব্যবহার করা যেতে পারে। ঢ্যাঁড়শ প্রথমে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এবার তা ভাল করে ব্লেন্ড করে নিন

5 / 8
একটু জল দিয়ে ঢ্যাঁড়শ বাটুন। তাহলে তা ভাল করে বেটে নেওয়া যাবে। বেটে রাখা ভেন্ডি একটা বাটিতে রেখে ওর মধ্যে মধু ১ চামচ আর ২ চামচ গুঁড়ো দুধ মিশিয়ে দিন খুব ভাল করে

একটু জল দিয়ে ঢ্যাঁড়শ বাটুন। তাহলে তা ভাল করে বেটে নেওয়া যাবে। বেটে রাখা ভেন্ডি একটা বাটিতে রেখে ওর মধ্যে মধু ১ চামচ আর ২ চামচ গুঁড়ো দুধ মিশিয়ে দিন খুব ভাল করে

6 / 8
ঢ্যাঁড়শের মধ্যে যে হড়হড়ে ভাব থাকে তাই আমাদের ট্যান তুলে দিতে সাহায্য করে। মুখে, হাতে, পায়ে এই মিশ্রণ খুব ভাল করে লাগিয়ে নিতে হবে। একেবারে মোটা করে লাগাবেন। এবার তা ২০ মিনিট রেখে দিতে হবে শুকনোর জন্যয়

ঢ্যাঁড়শের মধ্যে যে হড়হড়ে ভাব থাকে তাই আমাদের ট্যান তুলে দিতে সাহায্য করে। মুখে, হাতে, পায়ে এই মিশ্রণ খুব ভাল করে লাগিয়ে নিতে হবে। একেবারে মোটা করে লাগাবেন। এবার তা ২০ মিনিট রেখে দিতে হবে শুকনোর জন্যয়

7 / 8
শুকিয়ে গেলে পরিষ্কার জলে ধুয়ে নিন। এবার নিজেই ফারাক দেখতে পারবেন। ট্যান খুব তাড়াতাড়ি উঠে যাবে সেই সঙ্গে ফিরবে ত্বকের গ্লো। বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন এই প্যাক

শুকিয়ে গেলে পরিষ্কার জলে ধুয়ে নিন। এবার নিজেই ফারাক দেখতে পারবেন। ট্যান খুব তাড়াতাড়ি উঠে যাবে সেই সঙ্গে ফিরবে ত্বকের গ্লো। বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন এই প্যাক

8 / 8
ঢ্যাঁড়শের ফেসপ্যাক মুখ পরিষ্কার করতেও ভাল কাজ করে। বাজারে এখন ঢ্যাঁড়শের দাম কম। তাই পার্লারে লাইন না দিয়ে ঘরোয়া এই সব টোটকা মেনেই তুলে ফেলুন যাবতীয় মুখের ট্যান, পুজোর আগে বাড়িয়ে নিন গ্লো

ঢ্যাঁড়শের ফেসপ্যাক মুখ পরিষ্কার করতেও ভাল কাজ করে। বাজারে এখন ঢ্যাঁড়শের দাম কম। তাই পার্লারে লাইন না দিয়ে ঘরোয়া এই সব টোটকা মেনেই তুলে ফেলুন যাবতীয় মুখের ট্যান, পুজোর আগে বাড়িয়ে নিন গ্লো

Next Photo Gallery