Anti-Aging: রোজ রাতে ঘুমনোর আগে এই কাজ করলে মুখে বয়সের ছাপ পড়বে না ৩৫-এর পরও
megha |
Jun 24, 2024 | 5:20 PM
Night Skin Care: অনেকের কাছেই বয়স শুধু একটা সংখ্যা মাত্র। বয়স বাড়লেও ত্বক থাকে চকচকে এবং টানটান। এমনটাও কি সম্ভব? সাধারণত পুষ্টিকর খাবার, শরীরচর্চা, পর্যাপ্ত পরিমাণ জল ও ঘুম এবং মানসিক চাপ যুক্ত জীবনের মাধ্যমে আপনি ত্বকের জেল্লা ৫০-এর পরও ধরে রাখতে পারেন।
1 / 8
সময়ের আগে বুড়িয়ে যেতে কারওই ভাল লাগে না। এমনকি ত্বকের যে বার্ধক্যের ছাপ পড়ুক, এটাও আমরা কেউ চাই না। ত্বকের বার্ধক্য কি সত্যি প্রতিরোধ করা সম্ভব?
2 / 8
অনেকের কাছেই বয়স শুধু একটা সংখ্যা মাত্র। বয়স বাড়লেও ত্বক থাকে চকচকে এবং টানটান। এমনটাও কি সম্ভব? লাইফস্টাইল ও স্কিন কেয়ারের উপর নজর দিলেই সম্ভব।
3 / 8
সাধারণত পুষ্টিকর খাবার, শরীরচর্চা, পর্যাপ্ত পরিমাণ জল ও ঘুম এবং মানসিক চাপ যুক্ত জীবনের মাধ্যমে আপনি ত্বকের জেল্লা ৫০-এর পরও ধরে রাখতে পারেন। এর সঙ্গে দরকার সঠিক রূপচর্চা।
4 / 8
ত্বকের যত্নে সারাদিন সিরাম, ফেসপ্যাক মাখলেন কি মাখলেন না, সে দিকে জোর না দিলেও চলে। তবে, রাতে ঘুমোতে যাওয়ার আগে কয়েকটি কাজ করা বেশি জরুরি।
5 / 8
রাতে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই মুখ পরিষ্কার করুন। ফেসওয়াশএর পাশাপাশি বেসন, দুধের মতো প্রাকৃতিক উপাদান দিয়ে ত্বক পরিষ্কার করুন। ত্বক থেকে টক্সিন বের করা দরকার।
6 / 8
মুখ পরিষ্কারের পর টোনার ব্যবহার করতে পারেন। পাশাপাশি মুখে সিরাম দিয়ে ত্বক মালিশ করতে পারেন। ত্বক মালিশ করলে চামড়া চট করে ঝুলে পড়ে না। চামড়া টানটান থাকে।
7 / 8
ডার্ক সার্কেল যত্ন রাতেই নিতে হয়। ডার্ক সার্কেল ও চোখের ফোলাভাব কমাতে রাতে ঘুমানোর আগে আই ক্রিম ব্যবহার করুন। এতে চোখের কোণে বলিরেখাও এড়াতে পারবেন।
8 / 8
নাইটক্রিম ছাড়া ঘুমানো চলবে না। ত্বককে হাইড্রেটেড রাখতে এবং ত্বকের সমস্যা কমাতে সাহায্য করে ময়েশ্চারাইজার। এই কয়েকটি কাজ করলেই এড়াতে পারবেন ত্বকের সমস্যা।