আপনার বাড়িতে কি রয়েছে শ্রীকৃষ্ণের প্রিয় ময়ূর পালক? বাস্তুশাস্ত্র মতে এটি রাখা শুভ না অশুভ জানেন?

ময়ূর পালক ভগবান শ্রীকৃষ্ণের ভীষণ প্রিয়। ময়ূর পালক ছাড়া শ্রীকৃষ্ণের শৃঙ্গার অর্থাৎ সাজের একটি অংশ হিসেবে বিবেচিত হয়। একাধিক এমন ব্যক্তিকে হয়তো আপনার জানা আছে, যিনি বাড়িতে ময়ূর পালক সাজিয়ে রেখেছেন। আবার নানা পুজোর কাজেও অনেক সময় ময়ূর পালক ব্যবহার করা হয়। আপনি কি জানেন বাস্তুশাস্ত্র মতে ময়ুর পালক বাড়িতে রাখা শুভ না অশুভ?

Aug 19, 2025 | 8:45 PM

1 / 8
ময়ূর পালক ভগবান শ্রীকৃষ্ণের ভীষণ প্রিয়। ময়ূর পালক ছাড়া শ্রীকৃষ্ণের শৃঙ্গার অর্থাৎ সাজের একটি অংশ হিসেবে বিবেচিত হয়। অনেকে বাড়িতে ময়ূর পালক রেখে থাকেন। (Pic Credit- Canva)

ময়ূর পালক ভগবান শ্রীকৃষ্ণের ভীষণ প্রিয়। ময়ূর পালক ছাড়া শ্রীকৃষ্ণের শৃঙ্গার অর্থাৎ সাজের একটি অংশ হিসেবে বিবেচিত হয়। অনেকে বাড়িতে ময়ূর পালক রেখে থাকেন। (Pic Credit- Canva)

2 / 8
অনেকের মনে এই নিয়ে প্রশ্ন জাগে যে, বাড়িতে ময়ূর পালক রাখা আদৌ শুভ না অশুভ। এই প্রসঙ্গে বাস্তুশাস্ত্রে উল্লেখ রয়েছে। বাস্তুশাস্ত্র মতে, যে ব্যক্তি বাড়িতে ময়ূরের পালক রাখেন, তিনি শুভ ফল পান।  (Pic Credit- Canva)

অনেকের মনে এই নিয়ে প্রশ্ন জাগে যে, বাড়িতে ময়ূর পালক রাখা আদৌ শুভ না অশুভ। এই প্রসঙ্গে বাস্তুশাস্ত্রে উল্লেখ রয়েছে। বাস্তুশাস্ত্র মতে, যে ব্যক্তি বাড়িতে ময়ূরের পালক রাখেন, তিনি শুভ ফল পান। (Pic Credit- Canva)

3 / 8
যার বাড়িতে ময়ূরের পালক রয়েছে, সেখান থেকে নেতিবাচক সকল শক্তি দূর হয়। আর যে ঘরে ওই ময়ূরের পালক রয়েছে, সেখানে শান্তি, সুখ এবং সমৃদ্ধি পুরো বজায় থাকে।  (Pic Credit- Canva)

যার বাড়িতে ময়ূরের পালক রয়েছে, সেখান থেকে নেতিবাচক সকল শক্তি দূর হয়। আর যে ঘরে ওই ময়ূরের পালক রয়েছে, সেখানে শান্তি, সুখ এবং সমৃদ্ধি পুরো বজায় থাকে। (Pic Credit- Canva)

4 / 8
বাস্তুশাস্ত্র মতে, ময়ূরের পালক যে ব্যক্তি বাড়িতে রাখবেন, তার পরিবারের সদস্যদের রোগ-ব্যধি দূর হয়। সেখানে থাকা ব্যক্তিদের স্বাস্থ্যের উন্নতি হয়।  (Pic Credit- Canva)

বাস্তুশাস্ত্র মতে, ময়ূরের পালক যে ব্যক্তি বাড়িতে রাখবেন, তার পরিবারের সদস্যদের রোগ-ব্যধি দূর হয়। সেখানে থাকা ব্যক্তিদের স্বাস্থ্যের উন্নতি হয়। (Pic Credit- Canva)

5 / 8
ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ময়ূরের পালক যে বাড়িতে রাখা হয়, সেই বাড়ির সদস্যদের অর্থ লাভ হয়। আরও পরিষ্কার করে বললে ওই সকল ব্যক্তিদের অর্থনৈতিক উন্নতি হয়। সকল অভাব অনটনের শেষ হয়।  (Pic Credit- Canva)

ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ময়ূরের পালক যে বাড়িতে রাখা হয়, সেই বাড়ির সদস্যদের অর্থ লাভ হয়। আরও পরিষ্কার করে বললে ওই সকল ব্যক্তিদের অর্থনৈতিক উন্নতি হয়। সকল অভাব অনটনের শেষ হয়। (Pic Credit- Canva)

6 / 8
বাস্তুশাস্ত্র বলছে, ময়ূরের পালক বাড়িতে রাখা অত্যন্ত শুভ। যা যে কোনও শুভ শক্তিকে আকর্ষিত করে। এবং যে কোনও ব্যক্তির জীবনে সাফল্য বয়ে আনতে সহায়কা করে।  (Pic Credit- Canva)

বাস্তুশাস্ত্র বলছে, ময়ূরের পালক বাড়িতে রাখা অত্যন্ত শুভ। যা যে কোনও শুভ শক্তিকে আকর্ষিত করে। এবং যে কোনও ব্যক্তির জীবনে সাফল্য বয়ে আনতে সহায়কা করে। (Pic Credit- Canva)

7 / 8
এ বার প্রশ্ন হল বাড়ির কোন জায়গায় রাখবেন ময়ূর পালক? বাস্তুশাস্ত্র মতে, যে ব্যক্তি ময়ূরের পালক বাড়িতে রাখতে চাইছেন, তাঁর উচিত বাড়ির দক্ষিণ-পূর্ব বা উত্তর দিকে ময়ূরের পালক রাখা।  (Pic Credit- Canva)

এ বার প্রশ্ন হল বাড়ির কোন জায়গায় রাখবেন ময়ূর পালক? বাস্তুশাস্ত্র মতে, যে ব্যক্তি ময়ূরের পালক বাড়িতে রাখতে চাইছেন, তাঁর উচিত বাড়ির দক্ষিণ-পূর্ব বা উত্তর দিকে ময়ূরের পালক রাখা। (Pic Credit- Canva)

8 / 8
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।  (Pic Credit- Canva)

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র। (Pic Credit- Canva)