Banana Caramel Milkshake: গরমে স্বস্তি পেতে বাড়িতেই বানিয়ে ফেলুন কলার ক্যারামেল মিল্কশেক
Banana Caramel Milkshake: বাড়িতে অনেকেই বিভিন্ন শরবত, মিল্কশেক বানিয়ে থাকেন। এবার ঘরে বানিয়ে ফেলুন কলার ক্যারামেলের মিল্কশেক। গরমে অতিথি আপ্যায়ণের দারুণ পানীয় হতে পারে এটি। কলার ক্যারামেলের মিল্কশেক বানাতে লাগবে অন্তত ২টি পাকা কলা, দুধ অন্তত ৪ কাপ, চিনি সিকি কাপ, সামান্য জল, মাখন, দারুচিনি গুঁড়ো, ভ্যানিলা আইসক্রিম এবং আইস কিউব।