Nita Ambani: কোন শর্তে মুকেশ অম্বানীকে বিয়ে করেন নীতা অম্বানী, জানেন?
Wedding Story of Mukesh and Nita Ambani: মুকেশ অম্বানীকে বিয়ের আগে আর পাঁচ জন মধ্যবিত্ত পরিবারের মেয়ের মতোই চাকরি করতেন তিনি। স্কুল শিক্ষিকার পাশাপাশি ভারতনাট্যম নাচেও দক্ষ ছিলেন। দেশের প্রথম সারির শিল্পপতি পরিবারের সঙ্গে মেয়ের বিয়ের প্রস্তাব পেড়ে ঘাবড়ে গিয়েছিলেন নীতার বাবা। এই প্রস্তাব নিয়ে শুরুতে দ্বিধায় ছিলেন নীতাও।
1 / 10
মুকেশ অম্বানী এবং নীতা অম্বানী দেশের ধনীতম দম্পতি। কিন্তু নীতা অম্বামী মোটেই কোনও ধনী ঘরের মেয়ে ছিলেন না। বরং খুবই সাধারণ পরিবার থেকে উঠে এসেছিলেন।
2 / 10
মুকেশ অম্বানীকে বিয়ের আগে আর পাঁচ জন মধ্যবিত্ত পরিবারের মেয়ের মতোই চাকরি করতেন তিনি। স্কুল শিক্ষিকার পাশাপাশি ভারতনাট্যম নাচেও দক্ষ ছিলেন।
3 / 10
বিয়ের আগে নীতা অম্বানীর নাম ছিল নীতা দালাল। মুকেশ অম্বানীর সঙ্গে বিয়ের প্রস্তাব যখন তাঁর পরিবারের কাছে গিয়েছিল, তখন রীতিমতো চমকে গিয়েছিলেন নীতা। এমনকি তাঁর পরিবারের লোকজনও পড়েছিলেন চিন্তায়।
4 / 10
মুকেশ অম্বানীর বাবা ধীরুভাই অম্বানী এবং মা কোকিলাবেন অম্বানী একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে নীতার ভারতনাট্যম নৃত্য দেখে মোহিত হয়েছিলেন।
5 / 10
তার পরই নিজের বড় ছেলে মুকেশ অম্বানীর সঙ্গে বিয়ের প্রস্তাব দিয়ে ধীরুভাই অম্বানী ফোন করেন নীতার বাবাকে।
6 / 10
দেশের প্রথম সারির শিল্পপতি পরিবারের সঙ্গে মেয়ের বিয়ের প্রস্তাব পেড়ে ঘাবড়ে গিয়েছিলেন নীতার বাবা। এই প্রস্তাব নিয়ে শুরুতে দ্বিধায় ছিলেন নীতাও।
7 / 10
পরে তিনি মুকেশ অম্বানীকে বিয়ের প্রস্তাবে রাজি হন। কিন্তু রাজি হওয়ার আগে মুকেশ অম্বানীকে একটি শর্ত দিয়েছিলেন নীতা। সেই শর্তে মুকেশ অম্বানী রাজি হওয়ায় বিয়ে করতে সম্মত হয়েছিলেন নীতা।
8 / 10
অতীতে সিমি গারেওয়ালের সঙ্গে এক সাক্ষাৎকারে নীতা নিজেই জানিয়েছিলেন এই শর্তের কথা। নীতা মুকেশকে বলেছিলেন, বিয়ের পরই শিক্ষিকার চাকরি করতে চান তিনি। তাতে মুকেশ রাজি হওয়ায় বিয়ে করেছিলেন নীতা।
9 / 10
যদিও সেই শিক্ষিকার চাকরি বেশি দিন করতে হয়নি নীতাকে। পরবর্তী কালে মুম্বইয়ে ধীরুভাই অম্বানী আন্তর্জাতিক স্কুলের প্রতিষ্ঠা করেন নীতা অম্বানী। সেই স্কুলে পড়েছেন শাহরুখ-সচিনের ছেলে-মেয়েও।
10 / 10
তবে বিয়ের পর প্রতি মাসে ৮০০ টাকা বেতনের শিক্ষিকার চাকরি নিয়ে লোকের হাসাহাসিও সহ্য করতে হয়েছিল তাঁকে। কিন্তু এখন তিনি দেশের সবথেকে ধনী ব্যক্তির স্ত্রী।