Peel Off Mask: ত্বকের যত্নে জুড়ি নেই পিল অফ মাস্কের, জানুন কেন ব্যবহার করবেন

Skin Care: কেন ব্যবহার করবেন? এই মাস্ক ত্বকের গভীর জমে থাকা ময়লা দূর করতে সাহায্য করে এই মাস্ক। এছাড়াও ত্বকের ক্লান্তিভাব দূর করতেও এর জুড়ি নেই।

| Edited By: Sneha Sengupta

Jun 29, 2023 | 9:15 AM

1 / 8
নিয়মিত ত্বকের যত্ন নেওয়া প্রয়োজন। রোজ ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং তো করবেনই। তার সঙ্গেই ব্যবহার করুন পিল অফ মাস্ক

নিয়মিত ত্বকের যত্ন নেওয়া প্রয়োজন। রোজ ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং তো করবেনই। তার সঙ্গেই ব্যবহার করুন পিল অফ মাস্ক

2 / 8
কেন ব্যবহার করবেন? এই মাস্ক ত্বকের গভীর জমে থাকা ময়লা দূর করতে সাহায্য করে এই মাস্ক। এছাড়াও ত্বকের ক্লান্তিভাব দূর করতেও এর জুড়ি নেই।

কেন ব্যবহার করবেন? এই মাস্ক ত্বকের গভীর জমে থাকা ময়লা দূর করতে সাহায্য করে এই মাস্ক। এছাড়াও ত্বকের ক্লান্তিভাব দূর করতেও এর জুড়ি নেই।

3 / 8
 ত্বক পরিষ্কার হয়ে যাওয়ার কারণে ত্বকের ছিদ্র খুলে যায়। ফলে ব্রণ, ফুসকুড়ির মতো সমস্যা দূর হয়।

ত্বক পরিষ্কার হয়ে যাওয়ার কারণে ত্বকের ছিদ্র খুলে যায়। ফলে ব্রণ, ফুসকুড়ির মতো সমস্যা দূর হয়।

4 / 8
 নিয়মিত এই পিল অফ মাস্ক ব্যবহার করলে ত্বকের গঠন ভাল হয়। শুধু তাই-ই নয় ত্বক সুন্দর ও মসৃণ হয়।

নিয়মিত এই পিল অফ মাস্ক ব্যবহার করলে ত্বকের গঠন ভাল হয়। শুধু তাই-ই নয় ত্বক সুন্দর ও মসৃণ হয়।

5 / 8
এছাড়াও এই বিশেষ মাস্ক ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। এছাড়াও টানা পিল অফ মাস্ক ব্যবহার করলে ত্বকের ঔজ্জ্বল্য বাড়ে।

এছাড়াও এই বিশেষ মাস্ক ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। এছাড়াও টানা পিল অফ মাস্ক ব্যবহার করলে ত্বকের ঔজ্জ্বল্য বাড়ে।

6 / 8
বাড়িতেও বানানো যায় এই মাস্ক। একটি পাত্রে জেলাটিন পাউডার ও দুধ মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিন। চাইলে কয়েক ফোঁটা এসেনসিয়াল অয়েলও ব্যবহার করতে পারেন।

বাড়িতেও বানানো যায় এই মাস্ক। একটি পাত্রে জেলাটিন পাউডার ও দুধ মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিন। চাইলে কয়েক ফোঁটা এসেনসিয়াল অয়েলও ব্যবহার করতে পারেন।

7 / 8
এবার তাতে মধু মিশিয়ে হালকা গরম করে নিন। খেয়াল রাখবেন যেন একেবারে বেশি গরম না হয়। এবার তা মুখে লাগিয়ে নিন।

এবার তাতে মধু মিশিয়ে হালকা গরম করে নিন। খেয়াল রাখবেন যেন একেবারে বেশি গরম না হয়। এবার তা মুখে লাগিয়ে নিন।

8 / 8
১৫ মিনিট রেখে আলতো হাতে টেনে তুলে দিন। মাথায় রাখবেন একেবারেই জোর প্রয়োগ করে টেনে তুলবেন না। এতে ত্বকের ক্ষতি হতে পারে।

১৫ মিনিট রেখে আলতো হাতে টেনে তুলে দিন। মাথায় রাখবেন একেবারেই জোর প্রয়োগ করে টেনে তুলবেন না। এতে ত্বকের ক্ষতি হতে পারে।