Monsoon Makeup: বর্ষায় এইভাবে মেকআপ করুন, এতে মুখ কালো হবে না আর মেকআপও গলবে না

Essential Face Make UP Tips: বর্ষায় ভাবে মেকআপ করলে মেখাপ গলবে না সেই সঙ্গে ত্বকও খুব ভাল থাকবে।

| Edited By: রেশমী প্রামাণিক

Jul 18, 2023 | 8:41 PM

1 / 8
বর্ষার দিনেও অনুষ্ঠানের কমতি নেই। আর কোথাও গেলে হালকা মেকআপ না করলে আজকাল চলে না। সেই সঙ্গে ছবি তোলার ধুম তো আছেই।

বর্ষার দিনেও অনুষ্ঠানের কমতি নেই। আর কোথাও গেলে হালকা মেকআপ না করলে আজকাল চলে না। সেই সঙ্গে ছবি তোলার ধুম তো আছেই।

2 / 8
যে কোনও অনুষ্ঠানে গেলে অনেক মানুষের সঙ্গে দেখা হয়। আর সুন্দর ভাবে সাজগোজ করলে দেখতেও খুব ভাল লাগে। সর্বোপরি নিজের মন ভাল থাকে। আর তাই এই ভরা বর্ষায় ভ্যাপসা গরমে এভাবে মেকআপ করলে দারুণ লাগবে দেখতে।

যে কোনও অনুষ্ঠানে গেলে অনেক মানুষের সঙ্গে দেখা হয়। আর সুন্দর ভাবে সাজগোজ করলে দেখতেও খুব ভাল লাগে। সর্বোপরি নিজের মন ভাল থাকে। আর তাই এই ভরা বর্ষায় ভ্যাপসা গরমে এভাবে মেকআপ করলে দারুণ লাগবে দেখতে।

3 / 8
ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে একটা ফেস ওয়াইপ দিয়ে মুখ মুছে নিন। একটু তুলোর মধ্যে রোজ ওয়াটার নিয়ে পুরো মুখে লাগিয়ে নিন।

ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে একটা ফেস ওয়াইপ দিয়ে মুখ মুছে নিন। একটু তুলোর মধ্যে রোজ ওয়াটার নিয়ে পুরো মুখে লাগিয়ে নিন।

4 / 8
এবার যে কোনও একটা হালকা ময়েশ্চারাইজার লাগান। যা মুখে তেলতেলে ভাব আনবে না। একটা ভাল প্রাইমার কিন্তু অবশ্যই লাগাবেন।

এবার যে কোনও একটা হালকা ময়েশ্চারাইজার লাগান। যা মুখে তেলতেলে ভাব আনবে না। একটা ভাল প্রাইমার কিন্তু অবশ্যই লাগাবেন।

5 / 8
ফাউন্ডেশন লাগালে মুখ কালো লাগে কিন্তু একটু প্রাইমার লাগাতে ভুলবেন না তার আগে। এবার পেন্সিল দিয়ে আই ব্রো এঁকে নিন।

ফাউন্ডেশন লাগালে মুখ কালো লাগে কিন্তু একটু প্রাইমার লাগাতে ভুলবেন না তার আগে। এবার পেন্সিল দিয়ে আই ব্রো এঁকে নিন।

6 / 8
এক থেকে দুই শেড হালকা শেডের কনলিসার লাগিয়ে নিন। এবার কিন্তু তা খুব ভাল করে ব্লেন্ড করুন। ফাউন্ডেশন কিন্তু মাস্ট। অবশ্যই ব্যবহার করবেন।

এক থেকে দুই শেড হালকা শেডের কনলিসার লাগিয়ে নিন। এবার কিন্তু তা খুব ভাল করে ব্লেন্ড করুন। ফাউন্ডেশন কিন্তু মাস্ট। অবশ্যই ব্যবহার করবেন।

7 / 8
কনসিলার ব্যবহার করুন। এতে নাক, মুখ, চোখ অনেক বেশি সুন্দর লাগে। ব্লেন্ডার দিয়ে কনসিলার ভাল করে বসিয়ে কমপ্যাক্ট পাউডার লাগিয়ে নিন।

কনসিলার ব্যবহার করুন। এতে নাক, মুখ, চোখ অনেক বেশি সুন্দর লাগে। ব্লেন্ডার দিয়ে কনসিলার ভাল করে বসিয়ে কমপ্যাক্ট পাউডার লাগিয়ে নিন।

8 / 8
এবার সুন্দর করে কাজল পরলেই মেকআপ কমপ্লিট। জল দিয়ে হাজারো ধুলেও এই মেকআপ কিন্তু উঠে যায় না। আর প্যাচপ্যাচে গরমের দিনে দেখতেও লাগবে ভাল।

এবার সুন্দর করে কাজল পরলেই মেকআপ কমপ্লিট। জল দিয়ে হাজারো ধুলেও এই মেকআপ কিন্তু উঠে যায় না। আর প্যাচপ্যাচে গরমের দিনে দেখতেও লাগবে ভাল।