Hair Growth Tips: মুঠো মুঠো চুল উঠেছে? রসুন-পেঁয়াজ বাটাতেই পাবেন ঘন ও লম্বা চুল
megha |
Jun 08, 2024 | 1:24 PM
Onion and Garlic for Hair: হাজার নামীদামি প্রসাধনী মেখেও চুল পড়া কিছুতেই কমছে না। বরং, গরমে মাথায় ঘাম বসে চুল পড়া বাড়ছে। তার সঙ্গে বাড়ছে স্ক্যাল্পে চুলকানি। সোশ্যাল মিডিয়ায় দেখে পেঁয়াজের রস, রসুন বাটাও মাখছেন, তাতেও কাজ হচ্ছে না। তাহলে সঠিক উপায়ে মাখছেন না।
1 / 8
প্রতিদিন মাথায় চিরুনি দিলে চুল উঠবে, এটা স্বাভাবিক ঘটনা। তবে অতিরিক্ত চুল উঠলে সেটা স্বাভাবিক ঘটনা থাকে না। এমনকি মাথায় তোয়ালে দিলেও যদিও চুল ওঠে তাহলে বিষয়টি নিয়ে ভাবা দরকার
2 / 8
পেঁয়াজের রস ও রসুনের তেল আলাদা ভাবে মাখলে এমনিও কোনও কাজ হবে না। চুলের সমস্যা রোধ করতে হলে পেঁয়াজ ও রসুন একসঙ্গে বেটে মাথায় মাখতে হবে।
3 / 8
পেঁয়াজ ও রসুনের মধ্যে সালফার রয়েছে। এর জেরেই পেঁয়াজ ও রসুনের গন্ধ ঝাঁঝালো হয়। আবার এই সালফারই চুলের ফলিকলকে শক্তিশালী করতে এবং চুলের সমস্যা দূর করতে সাহায্য করে।
4 / 8
চুলের সমস্যা দূর করতে পেঁয়াজ ও রসুনকে বিভিন্ন উপায়ে ব্যবহার করতে পারেন। পেঁয়াজ ও রসুন আপনার চুল পড়ার সমস্যা বন্ধ করবে এবং নতুন চুল গজাতেও সাহায্য করবে।
5 / 8
অল্প জল দিয়ে পেঁয়াজ ও রসুন একসঙ্গে বেটে নিন। এবার এই মিশ্রণটি হেয়ার মাস্ক হিসেবে চুল ও স্ক্যাল্পে মেখে নিন। ১৫-২০ মিনিট রাখুন। এরপর শ্যাম্পু করে ফেলুন।
6 / 8
পেঁয়াজ ও রসুন একসঙ্গে বেটে ছেঁকে নিন। পেঁয়াজ ও রসুনের যে রসটা বেরোবে সেটা স্ক্যাল্পে ভাল করে লাগান। হালকা হাতে মালিশ করুন। এরপর ১৫-২০ মিনিট অপেক্ষা করুন। শ্যাম্পু করে ফেললেই পাবেন ঝলমলে চুল।
7 / 8
পেঁয়াজ ও রসুনের রসের সঙ্গে নারকেল তেল মিশিয়েও চুলে মাখতে পারেন। এছাড়া আপনি পেঁয়াজ ও রসুন রস যে কোনও হেয়ার অয়েলের সঙ্গে মিশিয়েও ব্যবহার করতে পারেন। এতেও চুলের সমস্যা দূর পালাবে।
8 / 8
চুল পড়া রোধ করতে এবং লম্বা ও সুন্দর চুল পেতে পেঁয়াজ ও রসুনের মিশ্রণ সপ্তাহে তিন দিন ব্যবহার করুন। এতে চুলের স্বাস্থ্যও ভাল থাকবে।