Rose Water: রাতে কি মুখে গোলাপ জল মাখা যায়? রইল টিপস
TV9 Bangla Digital | Edited By: megha
Aug 14, 2023 | 7:02 PM
Skin Care Tips: বেশিরভাগ মানুষই গোলাপ জলকে টোনার হিসেবে ব্যবহার করেন। গোলাপ জলের টোনার অতিরিক্ত তেল ও ময়লা পরিষ্কার করে দেয়। পাশাপাশি মৃত কোষ দূর করে দেয়। কিন্তু রাতে গোলাপ জল মাখা যায় কিনা জানেন? রইল টিপস।
1 / 8
গোলাপের পাপড়িকে স্টিম বা বয়েলিং পদ্ধতিতে ফুটিয়ে তৈরি করা হয় গোলাপ জল। ত্বকের জন্য সবচেয়ে সুরক্ষিত উপাদান এই গোলাপ জল। এই একটি মাত্র আপনি সরাসরি মুখে লাগাতে পারেন।
2 / 8
বেশিরভাগ মানুষই গোলাপ জলকে টোনার হিসেবে ব্যবহার করেন। গোলাপ জলের টোনার অতিরিক্ত তেল ও ময়লা পরিষ্কার করে দেয়। পাশাপাশি মৃত কোষ দূর করে দেয়।
3 / 8
গোলাপ জল ত্বকের জন্য দারুণ উপকারী। লালচে ভাব কমিয়ে ত্বকের উপর আরাম প্রদান করে গোলাপ জল। পাশাপাশি ত্বকের পিএইচ স্তরের মাত্রা বজায় রাখে।
4 / 8
ত্বককে হাইড্রেটেড রাখতে সাহায্য করে গোলাপ জল। অতিরিক্ত সিবাম উৎপন্নকে নিয়ন্ত্রণে রাখে গোলাপ জল। এমনকী ত্বককে দ্রুত নিরাময়ে সাহায্য করে এই প্রাকৃতিক উপাদান।
5 / 8
গোলাপ জলের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এটি হাইপারপিগমেন্টেশন অর্থাৎ দাগছোপ দূর করতে সাহায্য করে গোলাপ জল। তাই কালচে দাগ দূর করতেও আপনি গোলাপ জল মাখতে পারেন।
6 / 8
গোলাপ জল ময়েশ্চারাইজিং ও অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য, ত্বকের বার্ধক্যকেও দূরে রাখে। গোলাপ জল বলিরেখাকে প্রতিরোধ করে এবং কোষকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে।
7 / 8
এমনকী ব্রণর সমস্যাও দূর করে দেয় গোলাপ জল। গোলাপ জলের মধ্যে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ব্রণ উৎপাদনকারী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে।
8 / 8
অনেকের মনেই প্রশ্ন জাগে যে, সারারাত মুখে গোলাপ জল মেখে রাখলে কোনও ক্ষতি হয় কিনা। গোলাপ জলের কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তাই রাতে ঘুমনোর আগে মুখে গোলাপ জল মাখতে পারেন।