পার্লারে যেতে পারছেন না? বাড়িতেই করে নিন ট্যান রিমুভ

Jan 24, 2024 | 9:15 AM

Tan Removal:অনেকেই ট্যান তুলতে পার্লারে গিয়ে ট্যান রিমুভাল ফেসিয়াল করান। তবে শুধু-শুধু টাকা খরচ করে লাভ নেই। বাড়িতেও ট্যান রিমুভ করে নিতে পারেন। জেনে নিন তার জন্য কী করতে হবে। বাড়িতে ট্যান রিমুভ করতে লাগবে টকদই ও লেবু। এই দু'টি উপাদান ট্যান তুলতে সাহায্য করে। একটি পাত্রে টকদইয়ের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। এ বার এটি মুখে লাগিয়ে নিন।

1 / 8
শুধু গরম নয়, শীতকালেও কিন্তু ট্যানের সমস্যা হয়। এই সময় চড়া রোদে বসে থাকা, দূষণ বিভিন্ন কারণে ত্বকের ক্ষতি হয়।(ছবি:Pinterest)

শুধু গরম নয়, শীতকালেও কিন্তু ট্যানের সমস্যা হয়। এই সময় চড়া রোদে বসে থাকা, দূষণ বিভিন্ন কারণে ত্বকের ক্ষতি হয়।(ছবি:Pinterest)

2 / 8
ট্যান পড়ার সমস্যা তো আছেই। সাধারণ চামড়ার রঙ হারাতে থাকে। এই সমস্যা থেকে মুক্তি পাবেন কী করে? রইল উপায়। (ছবি:Pinterest)

ট্যান পড়ার সমস্যা তো আছেই। সাধারণ চামড়ার রঙ হারাতে থাকে। এই সমস্যা থেকে মুক্তি পাবেন কী করে? রইল উপায়। (ছবি:Pinterest)

3 / 8
অনেকেই ট্যান তুলতে পার্লারে গিয়ে ট্যান রিমুভাল ফেসিয়াল করান। তবে শুধু-শুধু টাকা খরচ করে লাভ নেই। (ছবি:Pinterest)

অনেকেই ট্যান তুলতে পার্লারে গিয়ে ট্যান রিমুভাল ফেসিয়াল করান। তবে শুধু-শুধু টাকা খরচ করে লাভ নেই। (ছবি:Pinterest)

4 / 8
বাড়িতেও ট্যান রিমুভ করে নিতে পারেন। জেনে নিন তার জন্য কী করতে হবে। বাড়িতে ট্যান রিমুভ করতে লাগবে টকদই ও লেবু। (ছবি:Pinterest)

বাড়িতেও ট্যান রিমুভ করে নিতে পারেন। জেনে নিন তার জন্য কী করতে হবে। বাড়িতে ট্যান রিমুভ করতে লাগবে টকদই ও লেবু। (ছবি:Pinterest)

5 / 8
এই দু'টি উপাদান ট্যান তুলতে সাহায্য করে। একটি পাত্রে টকদইয়ের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। এ বার এটি মুখে লাগিয়ে নিন। উপকার পাবেন। (ছবি:Pinterest)

এই দু'টি উপাদান ট্যান তুলতে সাহায্য করে। একটি পাত্রে টকদইয়ের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। এ বার এটি মুখে লাগিয়ে নিন। উপকার পাবেন। (ছবি:Pinterest)

6 / 8
এ ছাড়া ব্যবহার করতে পারেন বেসন ও মধু। বেসন ট্যান তুলতে ভীষণভাবে সাহায্য করে। একটি পাত্রে বেসন নিন। তাতে মধু দিন। সামান্য জল দিয়ে গুলে নিন। তারপর মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে দিন। (ছবি:Pinterest)

এ ছাড়া ব্যবহার করতে পারেন বেসন ও মধু। বেসন ট্যান তুলতে ভীষণভাবে সাহায্য করে। একটি পাত্রে বেসন নিন। তাতে মধু দিন। সামান্য জল দিয়ে গুলে নিন। তারপর মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে দিন। (ছবি:Pinterest)

7 / 8
ট্যান তুলতে ব্যবহার করতে পারেন টমেটো।কারণ টমেটো ট্যান তুলতে ভীষণ সাহায্য করে। এর জন্য বেশি কিছু করতে হবে না। (ছবি:Pinterest)

ট্যান তুলতে ব্যবহার করতে পারেন টমেটো।কারণ টমেটো ট্যান তুলতে ভীষণ সাহায্য করে। এর জন্য বেশি কিছু করতে হবে না। (ছবি:Pinterest)

8 / 8
এক টুকরো টমেটো নিন। তা মুখে ঘষে নিন। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। স্নানের আগে ব্যবহার করুন। সপ্তাহে এত থেকে দুই দিন এই অভ্যাস মেনে চললে ফল পাবেনই। (ছবি:Pinterest)

এক টুকরো টমেটো নিন। তা মুখে ঘষে নিন। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। স্নানের আগে ব্যবহার করুন। সপ্তাহে এত থেকে দুই দিন এই অভ্যাস মেনে চললে ফল পাবেনই। (ছবি:Pinterest)

Next Photo Gallery