পার্লারে যেতে পারছেন না? বাড়িতেই করে নিন ট্যান রিমুভ
Tan Removal:অনেকেই ট্যান তুলতে পার্লারে গিয়ে ট্যান রিমুভাল ফেসিয়াল করান। তবে শুধু-শুধু টাকা খরচ করে লাভ নেই। বাড়িতেও ট্যান রিমুভ করে নিতে পারেন। জেনে নিন তার জন্য কী করতে হবে। বাড়িতে ট্যান রিমুভ করতে লাগবে টকদই ও লেবু। এই দু'টি উপাদান ট্যান তুলতে সাহায্য করে। একটি পাত্রে টকদইয়ের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। এ বার এটি মুখে লাগিয়ে নিন।