Nails Cleaning: হাত ও পায়ের নখের বেহাল দশা? যত্ন নিন ঘরোয়া উপায়ে
TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
Sep 19, 2023 | 8:05 PM
Nails Care: নখ পরিষ্কার করতে ব্যবহার করতে পারেন কমলালেবুর রস। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও সাইট্রিক অ্যাসিড রয়েছে। যা দিয়ে নখ দারুণ পরিষ্কার হয়। কমলালেবুর রসে, ডিমের সাদা অংশ মিশিয়ে নিন। এবার এই মিশ্রণ দিয়ে পায়ের নখ পরিষ্কার করুন। এতে নখ মজবুত ও চকচকে হবে।
1 / 8
মুখের যত্ন করলও, হাত পায়ের বেলা অনেকেই বেশ উদাসীন। তাই অযত্নের ফলে হাতে, পায়ের নখের হাল খারাপ হতে শুরু করে। বিশেষ করে হাত-পায়ের নখ।
2 / 8
অযত্নের ফলে নখ কালো ও হলুদ হতে শুরু করে। পরিস্থিতি হাতের বাইরে গেলে, তখন পেডিকিয়োর, ম্য়ানিকিয়োর করতে পার্লারে ছোটেন অনেকে। এতে এক গাদা টাকাও খরচ হয়, আর এটা কোনও স্থায়ী সমাধানও নয়।
3 / 8
তাই এমন কিছু চাই, যা হাত, পায়ের নখকে ঝকঝকে রাখতে সাহায্য় করবে। উপায় আছে। এমন কিছু ঘরোয়া উপায় রয়েছে, যা মানলে হাত- পায়ের নখ হবে চকচকে ও পরিষ্কার। কী সেগুলি? আসুন জেনে নেওয়া যাক...
4 / 8
পায়ের নখ উজ্জ্বল করতে টুথপেস্টের সাহায্য নিতে পারেন। এক্ষেত্রে নখে টুথপেস্ট লাগিয়ে নিন এবং তারপর ব্রাশ বা স্ক্রাবার দিয়ে ঘষে নিন ভাল করে। কিছুক্ষণ অপেক্ষা করে, এরপর পরিষ্কার জল দিয়ে নখ ধুয়ে ফেলুন। অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। পরিষ্কার কাপড় দিয়ে পা মুছে শুকিয়ে নিন। এবার নখে অলিভ অয়েল লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করুন। এতে নখের ময়লা দূর হবে এবং নখ সুন্দর দেখাবে।
5 / 8
নখ পরিষ্কার করতে ব্যবহার করতে পারেন কমলালেবুর রস। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও সাইট্রিক অ্যাসিড রয়েছে। যা দিয়ে নখ দারুণ পরিষ্কার হয়। কমলালেবুর রসে ডিমের সাদা অংশ মিশিয়ে নিন। এবার এই মিশ্রণ দিয়ে পায়ের নখ পরিষ্কার করুন। এতে আপনার নখ মজবুত ও চকচকে হবে।
6 / 8
পায়ের নখ পরিষ্কার করতে হালকা গরম জল এবং শ্যাম্পুও ব্যবহার করতে পারেন। এজন্য হালকা গরম জলে শ্যাম্পু মিশিয়ে নিন। এবার এই মিশ্রণে পা , হাত ডুবিয়ে বসুন। কিছুক্ষণ পর টুথব্রাশ দিয়ে নখ ঘষে পরিষ্কার করে নিয়ে, জল দিয়ে ধুয়ে ফেলুন।
7 / 8
হাত, পায়ের নখ পরিষ্কার করতে বেকিং সোডাও ব্যবহার করে দেখতে পারেন। এজন্য বেকিং সোডায় গরম জল মিশিয়ে পেস্ট তৈরি করুন। এবার এই পেস্ট পায়ে লাগিয়ে নখ পরিষ্কার করুন। এতে আপনার নখ ঝলমলে হয়ে যাবে।
8 / 8
পায়ের নখ পরিষ্কার করতে বেসনের পেস্ট ব্যবহার করে দেখুন। এর জন্য বেসনের মধ্যে লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করুন। এবার এই পেস্টটি নখে লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর সাধারণ জল দিয়ে হাত-পা ধুয়ে ফেলুন।