পার্লারে ছুটতে হবে না, পয়সা বাঁচিয়ে বাড়িতেই করে নিন হেয়ার স্পা, রইল উপায়
Homemade Hair Spa:এ বার এটি চুলে ভালো করে লাগিয়ে নিন। ৩০ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এরপর আবার একটি তোয়ালে গরম জলে ভিজিয়ে মাথায় পেচিয়ে রাখুন। তাতে আরও ভালো ফল পাবেন। এরপর চুল শুকিয়ে গেলে হেয়ার সিরাম লাগিয়ে নিন। দেখবেন নরম ও জেল্লাদার হয়ে যাবে চুল।
1 / 8
দূষণ, আবহাওয়া সব মিলিয়ে চুলের বারোটা বেজেছে যাকে বলে। ক্রমশ রুক্ষ, প্রাণহীন হয়ে পড়ছে চুল। আর চুল পড়ে যাওয়ার সমস্যা তো রয়েছেই। (ছবি:Pinterest)
2 / 8
এই সময় তাই চুলের প্রয়োজন বাড়তি যত্ন। অনেকেই চুলের যত্ন নিলে পার্লারে ছোটেন। তাতে এক গাদা টাকাও খরচ হয়। আর অনেকসময়ই তাতে ভালো ফল পাওয়া যায় না। (ছবি:Pinterest)
3 / 8
আর পার্লারে হেয়ার স্পা যথেষ্ট খরচসাপেক্ষ। ফলে অনেকেই তা করাতে পারেন না। তাই এ বার বাড়িতেই পয়সা বাঁচিয়ে করে নিন হেয়ার স্পা। রইল উপায়। (ছবি:Pinterest)
4 / 8
স্পা হল একপ্রকার চুলকে পুষ্টি দেওয়ার পদ্ধতি। একে হেয়ার রিবার্থ থেরাপিও বলে। এর সাহায্যে চুলকে পুষ্টি জোগানো হয়। হেয়ার স্পা করালে চুল নরম ও সুন্দর হয়। (ছবি:Pinterest)
5 / 8
বাড়িতে স্পা করার জন্য সবার আগে স্ক্যাল্পে বেশ কিছুক্ষণ অলিভ অয়েল মালিশ করে নিন। এরপর গরম জলে তোয়ালে ভিজিয়ে নিন। অতিরিক্ত জল বের করে দিন তোয়ালে থেকে। (ছবি:Pinterest)
6 / 8
তারপর তোয়ালেটি মাথায় জড়িয়ে নিন। ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। এরপর ডিমের সাদা অংশ, অলিভ অয়েল ও টকদই দিয়ে একটি হেয়ার মাস্ক তৈরি করে নিন। (ছবি:Pinterest)
7 / 8
এ বার এটি চুলে ভালো করে লাগিয়ে নিন। ৩০ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এরপর আবার একটি তোয়ালে গরম জলে ভিজিয়ে মাথায় পেচিয়ে রাখুন। (ছবি:Pinterest)
8 / 8
তাতে আরও ভালো ফল পাবেন। এরপর চুল শুকিয়ে গেলে হেয়ার সিরাম লাগিয়ে নিন। দেখবেন নরম ও জেল্লাদার হয়ে যাবে চুল।(ছবি:Pinterest)