পয়সাও বাঁচবে ব্য়থাও লাগবে না, বাড়িতেই করে নিন আপার লিপ
Upper Lips:আমন্ড ও গোলাপ জলও এক্ষেত্রে কার্যকরী। একটি পাত্রে আমন্ড অয়েল নিন। তাতে গোলাপ জল দিন। মিশ্রণটি গুলে ঠোঁটের উপরে লাগিয়ে নিন। দেখবেন কাজ হবে। কফিতেও কাজ হয়। এই জন্য একটি পাত্রে কফি ও ব্রাউন সুগার নিন। তাতে সামান্য গরম জল দিয়ে গুলে নিন। এ বার ব্যবহার করুন এই পেস্ট। দেখবেন উঠে যাবে অবাঞ্ছিত লোম।
1 / 8
অনেক মহিলাদেরই গোঁফের রেখা যায়। ঠোঁটের উপরের এই অবাঞ্ছিত লোম তুলতে অনেকেই পার্লারে ছোটেন আপার লিপ করাতে। (ছবি:Pinterest)
2 / 8
আপারলিপ করতে পয়সা তো খরচ হয়ই, সেই সঙ্গে যথেষ্ট বেদনাদায়ক এটি। জানেন কি ঘরোয়া উপায়েই আপার লিপ করে নেওয়া যায়?(ছবি:Pinterest)
3 / 8
বাড়িতে আপার লিপ করতে সাহায্য নিতে পারেন লেবুর রস ও চিনির। এর জন্য একটি পাত্রে জল নিন। তাতে চিনি ও লেবুর রস দিয়ে ফুটিয়ে নিন। (ছবি:Pinterest)
4 / 8
এ বার মিশ্রণটি একটু ঠান্ডা করে ঠোঁটের উপরে লাগিয়ে নিন। এরপর পরিষ্কার কাপড়ের টুকরো দিয়ে লোমের উল্টোদিকে টেনে তুলে নিন। দেখবেন সব লোম উঠে আসবে। (ছবি:Pinterest)
5 / 8
এ ছাড়া ব্যবহার করতে পারেন দুধ ও হলুদ। একটি পাত্রে গুঁড়ো হলুদ নিন। তাতে দুধ দিন। ঘন করে মিশ্রণটি গুলে নিয়ে ঠোঁটের উপরে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। দেখবেন সব লোম উঠে এসেছে। (ছবি:Pinterest)
6 / 8
একইভাবে ব্যবহার করতে পারেন পেঁপে ও হলুদ। পেঁপেতে উপস্থিত উৎসেচক, লোমের ঘনত্ব কমায়। নিয়মিত এই পেস্ট ব্যবহার করলে ঠোঁটের উপরে লোমের ঘনত্ব কমবে। (ছবি:Pinterest)
7 / 8
আমন্ড ও গোলাপ জলও এক্ষেত্রে কার্যকরী। একটি পাত্রে আমন্ড অয়েল নিন। তাতে গোলাপ জল দিন। মিশ্রণটি গুলে ঠোঁটের উপরে লাগিয়ে নিন। দেখবেন কাজ হবে। (ছবি:Pinterest)
8 / 8
কফিতেও কাজ হয়। এই জন্য একটি পাত্রে কফি ও ব্রাউন সুগার নিন। তাতে সামান্য গরম জল দিয়ে গুলে নিন। এ বার ব্যবহার করুন এই পেস্ট। দেখবেন উঠে যাবে অবাঞ্ছিত লোম। (ছবি:Pinterest)