হাতে ৫ মিনিট সময় আছে? পয়সা বাঁচিয়ে বাড়িতেই করে নিন ওয়াক্সিং, রইল উপায়
Waxing At Home: অনেক সময় টাকা খরচ হলেও মনের মতো ফল পাওয়া যায় না। তাই এ বার পার্লারে না গিয়ে বাড়িতেই করুন ওয়াক্সিং। বাড়িতে খুব সহজেই ওয়াক্সিং করতে পারবেন আপনি। জেনে নিন তার জন্য কী করতে হবে।
1 / 8
শরীরে অবাঞ্ছিত লোম মোটেই ভালো দেখায় না। তাই অগত্যা লোম তুলতে ছুটতে হয় পার্লারে। পার্লারে ওয়াক্সিং করতে কম পয়সা খরচ হয় না। (ছবি:Pinterest)
2 / 8
অনেক সময় টাকা খরচ হলেও মনের মতো ফল পাওয়া যায় না। তাই এ বার পার্লারে না গিয়ে বাড়িতেই করুন ওয়াক্সিং। (ছবি:Pinterest)
3 / 8
বাড়িতে খুব সহজেই ওয়াক্সিং করতে পারবেন আপনি। জেনে নিন তার জন্য কী করতে হবে। (ছবি:Pinterest)
4 / 8
বাড়িতে ওয়াক্সিং করতে লাগবে চিনি ও মোটা কাপড়। প্রথমে ওভেনে গরম জল করে নিন। তাতে কয়েক চামচ চিনি দিন। (ছবি:Pinterest)
5 / 8
এ বার মিশ্রণটি ভালো করে ফুটিয়ে নিন। একটা আঠাল মিশ্রণ তৈরি করে নিন। হালকা গরম থাকতে-থাকতে লোমযুক্ত স্থালে লাগান। (ছবি:Pinterest)
6 / 8
মিশ্রণটি ত্বকে লাগানোর জন্য স্প্যাচুলার সাহায্য নিন। এ বার মোটা কাপড় টুকরো করে কেটে নিন। (ছবি:Pinterest)
7 / 8
তা দিয়ে লোমের অভিমুখে চাপ দিয়ে কাপড়টা টেনে তুলে নিন। দেখবেন সব লোম উঠে এসেছে। এ ভাবে বগলের লোমও পরিষ্কার করতে পারেন আপনি। (ছবি:Pinterest)
8 / 8
তবে এটি ব্যবহার করার পর অবশ্যই ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করবেন, নইলে ত্বক রুক্ষ হয়ে যাওয়ার ঝুঁকি বাড়ে। (ছবি:Pinterest)