
সারাবছর ত্বকের নানা সমস্যা লেগেই থাকে। যার মধ্যে অন্যতম ব্ল্যাকহেডস। সারাবছর যেন পিছনই ছাড়তে চায় না এই সমস্যা। (ছবি:Pinterest)

এর পাশাপাশি দেখা যায় হোয়াইড হেডসের সমস্যাও। এই হোয়াইট হেডস দেখতে ব্রণর মতো। চোখের নিচে, নাকের উপরে দেখা দেয় এই হোয়াইট হেডস। ত্বকের লোমকূপ বন্ধ করে দেয় এগুলি। (ছবি:Pinterest)

এই ব্ল্যাক ও হোয়াইট হেডসের সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে প্রয়োজন বাড়তি যত্ন। জানুন কীভাবে যত্ন নিলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। (ছবি:Pinterest)

শুধুমাত্র তৈলাক্ত ত্বকের জন্যই যে এই সমস্যা হয় এমনটা নয়। শুষ্ক ত্বকেও এই সমস্যা হয়। মূলত ত্বকে ময়লা জমার কারণে এই ধরনের সমস্যা হয়। (ছবি:Pinterest)

এর কিছু ঘরোয়া প্রতিকার রয়েছে। শুষ্ক ত্বকের ব্ল্যাক হেডস দূর করতে মধুর সঙ্গে দারচিনির গুঁড়ো মিশিয়ে ব্যবহার করতে পারেন। এই প্যাকটি বানিয়ে ২মিনিট ধরে করে মালিশ করুন। তারপর ভালোভাবে ধুয়ে ফেলুন। এইভাবে সপ্তাহে ২বার এই প্যাকটি ব্যবহার করলে ব্ল্যাক হেডস দূর হবে।(ছবি:Pinterest)

অন্যদিকে হোয়াইট হেডস দূর করতে ব্যবহার করতে পারেন কর্নফ্লাওয়ার ও ভিনিগার। এই প্যাকটি তৈরি করার জন্য কর্নফ্লাওয়ারের সঙ্গে ভিনিগার মেশান। (ছবি:Pinterest)

তারপর এই মিশ্রণটি ভালো করে গুলে নিয়ে স্ক্রাবের মতো করে ব্যবহার করে নিন। স্নানের আগে সপ্তাহে ৩ বার এটি করুন, দূর হবে ব্ল্যাক ও হোয়াইট হেডসের সমস্যা। (ছবি:Pinterest)

এ ছাড়া স্টিম নিলেও দূর হয় এই সমস্যা। ত্বককে সবার আগে পরিষ্কার রাখতে হবে। কারণ ময়লা জমেই এই সমস্যা হয়। এর জন্য গরম জল করে সেই পাত্রে মুখ ঢেকে স্টিম নিলে উপকার পাবেন। (ছবি:Pinterest)