Facial Hair: অবাঞ্ছিত লোমে ভরেছে মুখ? চোখ বন্ধ করে ভরসা করুন এই ঘরোয়া টোটকায়, ফল পাবেনই
TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
Sep 10, 2023 | 6:00 PM
Face Waxing: মুখের অবাঞ্ছিত লোম দূর করতে বেসন ও দইয়ের সাহায্যও নিতে পারেন। এর জন্য বেসনের মধ্যে দই মিশিয়ে পেস্ট তৈরি করুন এবং তাতে এক চিমটি হলুদও মিশিয়ে নিন। তারপর এই পেস্ট মুখে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। একটু শুকাতে শুরু করলে, ঘষে ঘষে মুখ ধুয়ে নিন।
1 / 8
মহিলাদের মধ্যে একটা সাধারণ সমস্যা ভীষণভাবে দেখা যায়। তা হল মুখে অবাঞ্ছিত লোম। অনেকেই এই সমস্য়ার সম্মুখীন হন। এই ধরনের লোম অস্বস্তির কারণ হয়ে ওঠে। এগুলি পরিষ্কার করতে তখন পার্লারে ছোটেন তাঁরা। তবে অনেকসময়ই এতে কাজের কাজ কিছু হয় না।
2 / 8
আবার কাজ হলেও তা ত্বকের উপর খারাপ প্রভাব ফেলে। তাই মুখে ওয়াক্সিং বা থ্রেডিং করতে নিষেধই করেন বিশেষজ্ঞরা। তাহলে অবাঞ্ছিত লোমের সমস্যা থেকে মুক্তি পাবেন কী করে?
3 / 8
আমাদের হাতে কিছু ঘরোয়া উপায় রয়েছে। যা মানলে এই ধরনের অবাঞ্ছিত লোমের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। কী সেগুলি? আসুন জেনে নেওয়া যাক...
4 / 8
মুখের অবাঞ্ছিত লোম থেকে বাঁচতে ব্যবহার করতে পারেন পাকা পেঁপে। এর জন্য পাকা পেঁপে ম্যাশ করে তাতে সামান্য মধু বা দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন। তারপর মুখে লাগিয়ে কিছুক্ষণ রেখে তারপর ঘষে ফেলুন। তারপর স্বাভাবিক জল দিয়ে মুখ ধুয়ে দিন।
5 / 8
মুখের লোম দূর করতে চিনি ও লেবুর মিশ্রণও ব্যবহার করতে পারেন। এর জন্য কিছু চিনি নিন, এতে লেবুর রস মেশান এবং কয়েক ফোঁটা জলও দিন। তারপর এই মিশ্রণটি মুখে লাগিয়ে পাঁচ-সাত মিনিট স্ক্রাব করে কিছুক্ষণ পর সাধারণ জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিন।
6 / 8
অবাঞ্ছিত লোম দূর করতে চালের আটাও ব্যবহার করতে পারেন। এর জন্য চালের আটায় সামান্য গোলাপ জল মিশিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন। এর পরে, এই পেস্টটি মুখে লাগিয়ে কয়েক মিনিট স্ক্রাব করুন। তারপর স্বাভাবিক জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
7 / 8
মুখের অবাঞ্ছিত লোম দূর করতে বেসন ও দইয়ের সাহায্যও নিতে পারেন। এর জন্য বেসনের মধ্যে দই মিশিয়ে পেস্ট তৈরি করুন এবং তাতে এক চিমটি হলুদও মিশিয়ে নিন। তারপর এই পেস্ট মুখে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। একটু শুকাতে শুরু করলে, ঘষে ঘষে মুখ ধুয়ে নিন।
8 / 8
মুখের লোম দূর করতেও দুধ ও হলুদের সাহায্য নিতে পারেন। এজন্য দুই-তিন চামচ দুধে দুই চিমটি হলুদ মিশিয়ে মুখে লাগান। পনের মিনিটের জন্য মুখে রেখে দিন, তারপর সাধারণ জল দিয়ে ধুয়ে ফেলুন।