Whiteheads: হোয়াইটহেডসের সমস্যায় নাজেহাল? রইল উপায়

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Sep 30, 2023 | 8:17 PM

Skin Care: ব্রাউন সুগার ও মধু ব্যবহার করলেও কাজ হবে। ব্রাউন সুগার ত্বকের মৃতকোষ অপসারণ করতে সাহায্য করে। এর সঙ্গে মধু মিশিয়ে ব্যবহার করলে, ত্বক উজ্জ্বল ও মসৃণ হয়। সেই সঙ্গেই হোয়াইট হেডসের সমস্যাও মেটে। ডিমের সাদা ও মধুও ব্যবহার করে দেখতে পারেন। এতে উপকার পাবেন।

1 / 8
হোয়াইট হেডসের সমস্যা নতুন নয়। সারাবছর অনেকেই এই সমস্যায় ভোগেন। নানা বিউটি প্রোডাক্ট ব্যবহার করে, বিউটি ট্রিটমেন্ট করেও এই সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন না?

হোয়াইট হেডসের সমস্যা নতুন নয়। সারাবছর অনেকেই এই সমস্যায় ভোগেন। নানা বিউটি প্রোডাক্ট ব্যবহার করে, বিউটি ট্রিটমেন্ট করেও এই সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন না?

2 / 8
তাহলে একবার ভরসা করে দেখুন মধুর উপর। মধুর তৈরি নানা ফেস প্যাক এই হোয়াইট হেডসের সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে পারে।

তাহলে একবার ভরসা করে দেখুন মধুর উপর। মধুর তৈরি নানা ফেস প্যাক এই হোয়াইট হেডসের সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে পারে।

3 / 8
চিনি ত্বককে  পরিষ্কার করতে সাহায্য করে। লেবু একটি অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট হিসেবে পরিচিত, যা হোয়াইটহেডস অপসারিত করতে পারে। আর, মধু ত্বকে পুষ্টি জোগায় এবং ময়েশ্চারাইজ করে।

চিনি ত্বককে পরিষ্কার করতে সাহায্য করে। লেবু একটি অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট হিসেবে পরিচিত, যা হোয়াইটহেডস অপসারিত করতে পারে। আর, মধু ত্বকে পুষ্টি জোগায় এবং ময়েশ্চারাইজ করে।

4 / 8
লেবু ও মধু একসঙ্গে মিশিয়ে স্ক্রাব করলে দারুণ ফল পাবেন।এর জন্য মধুর সঙ্গে লেবুর রস মিশিয়ে স্ক্রাব করতে হবে। ১০ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে।

লেবু ও মধু একসঙ্গে মিশিয়ে স্ক্রাব করলে দারুণ ফল পাবেন।এর জন্য মধুর সঙ্গে লেবুর রস মিশিয়ে স্ক্রাব করতে হবে। ১০ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে।

5 / 8
এছাড়া মধুর সঙ্গে ওটমিল মেশালেও কাজ হবে। কারণ ওটমিল ত্বককে এক্সফ্লয়েট করতে সাহায্য করে। এছাড়া এতে ত্বক হাইড্রেটও থাকে ও উজ্জ্বলও হয়।

এছাড়া মধুর সঙ্গে ওটমিল মেশালেও কাজ হবে। কারণ ওটমিল ত্বককে এক্সফ্লয়েট করতে সাহায্য করে। এছাড়া এতে ত্বক হাইড্রেটও থাকে ও উজ্জ্বলও হয়।

6 / 8
একটি পাত্রে পরিমাণমতো ওটমিল নিন তার সঙ্গে কয়েক চামচ মধু মিশিয়ে নিন। এবার এটি দিয়ে স্ক্রাবের মতো ব্যবহার করে নিন। দেখবেন ফল পাবেন।

একটি পাত্রে পরিমাণমতো ওটমিল নিন তার সঙ্গে কয়েক চামচ মধু মিশিয়ে নিন। এবার এটি দিয়ে স্ক্রাবের মতো ব্যবহার করে নিন। দেখবেন ফল পাবেন।

7 / 8
এছাড়া ডিমের সাদা ও মধুও ব্যবহার করে দেখতে পারেন। একটি ডিম ভাল করে ফেটিয়ে নিন। এবার তাতে কয়েক চামচ মধু মিশিয়ে নিন। এবার তা দিয়ে স্ক্রাব করে নিন।

এছাড়া ডিমের সাদা ও মধুও ব্যবহার করে দেখতে পারেন। একটি ডিম ভাল করে ফেটিয়ে নিন। এবার তাতে কয়েক চামচ মধু মিশিয়ে নিন। এবার তা দিয়ে স্ক্রাব করে নিন।

8 / 8
ব্রাউন সুগার ও মধু ব্যবহার করলেও কাজ হবে। ব্রাউন সুগার ত্বকের মৃতকোষ অপসারণ করতে সাহায্য করে। এর সঙ্গে মধু মিশিয়ে ব্যবহার করলে, ত্বক উজ্জ্বল ও মসৃণ হয়। সেই সঙ্গেই হোয়াইট হেডসের সমস্যাও মেটে।

ব্রাউন সুগার ও মধু ব্যবহার করলেও কাজ হবে। ব্রাউন সুগার ত্বকের মৃতকোষ অপসারণ করতে সাহায্য করে। এর সঙ্গে মধু মিশিয়ে ব্যবহার করলে, ত্বক উজ্জ্বল ও মসৃণ হয়। সেই সঙ্গেই হোয়াইট হেডসের সমস্যাও মেটে।

Next Photo Gallery