Whiteheads: হোয়াইটহেডসের সমস্যায় নাজেহাল? রইল উপায়
TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
Sep 30, 2023 | 8:17 PM
Skin Care: ব্রাউন সুগার ও মধু ব্যবহার করলেও কাজ হবে। ব্রাউন সুগার ত্বকের মৃতকোষ অপসারণ করতে সাহায্য করে। এর সঙ্গে মধু মিশিয়ে ব্যবহার করলে, ত্বক উজ্জ্বল ও মসৃণ হয়। সেই সঙ্গেই হোয়াইট হেডসের সমস্যাও মেটে। ডিমের সাদা ও মধুও ব্যবহার করে দেখতে পারেন। এতে উপকার পাবেন।
1 / 8
হোয়াইট হেডসের সমস্যা নতুন নয়। সারাবছর অনেকেই এই সমস্যায় ভোগেন। নানা বিউটি প্রোডাক্ট ব্যবহার করে, বিউটি ট্রিটমেন্ট করেও এই সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন না?
2 / 8
তাহলে একবার ভরসা করে দেখুন মধুর উপর। মধুর তৈরি নানা ফেস প্যাক এই হোয়াইট হেডসের সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে পারে।
3 / 8
চিনি ত্বককে পরিষ্কার করতে সাহায্য করে। লেবু একটি অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট হিসেবে পরিচিত, যা হোয়াইটহেডস অপসারিত করতে পারে। আর, মধু ত্বকে পুষ্টি জোগায় এবং ময়েশ্চারাইজ করে।
4 / 8
লেবু ও মধু একসঙ্গে মিশিয়ে স্ক্রাব করলে দারুণ ফল পাবেন।এর জন্য মধুর সঙ্গে লেবুর রস মিশিয়ে স্ক্রাব করতে হবে। ১০ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে।
5 / 8
এছাড়া মধুর সঙ্গে ওটমিল মেশালেও কাজ হবে। কারণ ওটমিল ত্বককে এক্সফ্লয়েট করতে সাহায্য করে। এছাড়া এতে ত্বক হাইড্রেটও থাকে ও উজ্জ্বলও হয়।
6 / 8
একটি পাত্রে পরিমাণমতো ওটমিল নিন তার সঙ্গে কয়েক চামচ মধু মিশিয়ে নিন। এবার এটি দিয়ে স্ক্রাবের মতো ব্যবহার করে নিন। দেখবেন ফল পাবেন।
7 / 8
এছাড়া ডিমের সাদা ও মধুও ব্যবহার করে দেখতে পারেন। একটি ডিম ভাল করে ফেটিয়ে নিন। এবার তাতে কয়েক চামচ মধু মিশিয়ে নিন। এবার তা দিয়ে স্ক্রাব করে নিন।
8 / 8
ব্রাউন সুগার ও মধু ব্যবহার করলেও কাজ হবে। ব্রাউন সুগার ত্বকের মৃতকোষ অপসারণ করতে সাহায্য করে। এর সঙ্গে মধু মিশিয়ে ব্যবহার করলে, ত্বক উজ্জ্বল ও মসৃণ হয়। সেই সঙ্গেই হোয়াইট হেডসের সমস্যাও মেটে।