Forhead Acne Care: কপাল ভর্তি ব্রণ? সমস্যার সমাধান লুকিয়ে হাতের কাছেই
TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
Jul 26, 2023 | 6:35 PM
Acne Control: লেবুর রসেও কাজ হবে। এতে ভিটামিন সি ও অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, যা ব্রণর সমস্যা মেটায়। তবে শুধু লেবুর রস নয়, এতে এক চামচ মধু মিশিয়ে ব্যবহার করুন। আরও ভাল ফল পাবেন।
1 / 8
ব্রণর সমস্যায় জর্জরিত এখন প্রায় সকলে। সারাবছর ব্রণর উৎপাতে নাজেহাল তাঁরা। আর বর্ষায় এই সমস্যা মাত্রা ছাড়ায়।
2 / 8
অনেকের আবার গালের থেকেও কপালে ব্রণ বেশী হয়। কপালের এই জেদী ব্রণ কিছুতেই পিছু ছাড়ে না।
3 / 8
মূলত হরমোনের তারতম্যের কারণে এমনটা হয়। এছাড়া মানসিক চাপ বা অপরিচ্ছন্নতার কারণেও হতে পারে।
4 / 8
আপনারও কি কপালে ব্রণর সমস্যা হয়? তাহলে ভরসা রাখুন কিছু ঘরোয়া প্রতিকারের উপর। ব্রণর সমস্যা হলে ব্যবহার করতে পারেন অ্যালোভেরা।
5 / 8
এক্ষেত্রে আপনাকে সাহায্য় করতে পারে টি ট্রি অয়েলও। এতে অ্যান্টিব্যাকটেরিয়াল ও প্রদাহরোধী বৈশিষ্ট রয়েছে। যা ব্রণর সমস্যা মেটায়।
6 / 8
এছাড়াও এব্য়াপারে আপনাকে সাহায্য় করতে পারে আপেল সাইডার ভিনিগারও। টি ট্রি অয়েলের মতোই এতে রয়েছে প্রদাহরোধী ও অ্যান্টি ব্য়াকটেরিয়াল বৈশিষ্ট। যা ব্রণর বিরুদ্ধে মোকাবিলা করে।
7 / 8
লেবুর রসেও কাজ হবে। এতে ভিটামিন সি ও অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, যা ব্রণর সমস্যা মেটায়। তবে শুধু লেবুর রস নয়, এতে এক চামচ মধু মিশিয়ে ব্যবহার করুন। আরও ভাল ফল পাবেন।
8 / 8
ব্রণর আরও একটি ভাল প্রতিকার হল টমেটো। এতে প্রদাহরোধী বৈশিষ্ট রয়েছে। কপালেপর ব্রণ তাড়াতে ভীষণ কার্যকরী টমেটো।