Forhead Acne Care: কপাল ভর্তি ব্রণ? সমস্যার সমাধান লুকিয়ে হাতের কাছেই

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jul 26, 2023 | 6:35 PM

Acne Control: লেবুর রসেও কাজ হবে। এতে ভিটামিন সি ও অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, যা ব্রণর সমস্যা মেটায়। তবে শুধু লেবুর রস নয়, এতে এক চামচ মধু মিশিয়ে ব্যবহার করুন। আরও ভাল ফল পাবেন।

1 / 8
ব্রণর সমস্যায় জর্জরিত এখন প্রায় সকলে। সারাবছর ব্রণর উৎপাতে নাজেহাল তাঁরা। আর বর্ষায় এই সমস্যা মাত্রা ছাড়ায়।

ব্রণর সমস্যায় জর্জরিত এখন প্রায় সকলে। সারাবছর ব্রণর উৎপাতে নাজেহাল তাঁরা। আর বর্ষায় এই সমস্যা মাত্রা ছাড়ায়।

2 / 8
অনেকের আবার গালের থেকেও কপালে ব্রণ বেশী হয়। কপালের এই জেদী ব্রণ কিছুতেই পিছু ছাড়ে না।

অনেকের আবার গালের থেকেও কপালে ব্রণ বেশী হয়। কপালের এই জেদী ব্রণ কিছুতেই পিছু ছাড়ে না।

3 / 8
মূলত হরমোনের তারতম্যের কারণে এমনটা হয়। এছাড়া মানসিক চাপ বা অপরিচ্ছন্নতার কারণেও হতে পারে।

মূলত হরমোনের তারতম্যের কারণে এমনটা হয়। এছাড়া মানসিক চাপ বা অপরিচ্ছন্নতার কারণেও হতে পারে।

4 / 8
আপনারও কি কপালে ব্রণর সমস্যা হয়? তাহলে ভরসা রাখুন কিছু ঘরোয়া প্রতিকারের উপর। ব্রণর সমস্যা হলে ব্যবহার করতে পারেন অ্যালোভেরা।

আপনারও কি কপালে ব্রণর সমস্যা হয়? তাহলে ভরসা রাখুন কিছু ঘরোয়া প্রতিকারের উপর। ব্রণর সমস্যা হলে ব্যবহার করতে পারেন অ্যালোভেরা।

5 / 8
এক্ষেত্রে আপনাকে সাহায্য় করতে পারে টি ট্রি অয়েলও। এতে অ্যান্টিব্যাকটেরিয়াল ও প্রদাহরোধী বৈশিষ্ট রয়েছে। যা ব্রণর সমস্যা মেটায়।

এক্ষেত্রে আপনাকে সাহায্য় করতে পারে টি ট্রি অয়েলও। এতে অ্যান্টিব্যাকটেরিয়াল ও প্রদাহরোধী বৈশিষ্ট রয়েছে। যা ব্রণর সমস্যা মেটায়।

6 / 8
 এছাড়াও এব্য়াপারে আপনাকে সাহায্য় করতে পারে আপেল সাইডার ভিনিগারও। টি ট্রি অয়েলের মতোই এতে রয়েছে প্রদাহরোধী ও অ্যান্টি ব্য়াকটেরিয়াল বৈশিষ্ট। যা ব্রণর বিরুদ্ধে মোকাবিলা করে।

এছাড়াও এব্য়াপারে আপনাকে সাহায্য় করতে পারে আপেল সাইডার ভিনিগারও। টি ট্রি অয়েলের মতোই এতে রয়েছে প্রদাহরোধী ও অ্যান্টি ব্য়াকটেরিয়াল বৈশিষ্ট। যা ব্রণর বিরুদ্ধে মোকাবিলা করে।

7 / 8
লেবুর রসেও কাজ হবে। এতে ভিটামিন সি ও অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, যা ব্রণর সমস্যা মেটায়। তবে শুধু লেবুর রস নয়, এতে এক চামচ মধু মিশিয়ে ব্যবহার করুন। আরও ভাল ফল পাবেন।

লেবুর রসেও কাজ হবে। এতে ভিটামিন সি ও অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, যা ব্রণর সমস্যা মেটায়। তবে শুধু লেবুর রস নয়, এতে এক চামচ মধু মিশিয়ে ব্যবহার করুন। আরও ভাল ফল পাবেন।

8 / 8
ব্রণর আরও একটি ভাল প্রতিকার হল টমেটো। এতে প্রদাহরোধী বৈশিষ্ট রয়েছে। কপালেপর ব্রণ তাড়াতে ভীষণ কার্যকরী টমেটো।

ব্রণর আরও একটি ভাল প্রতিকার হল টমেটো। এতে প্রদাহরোধী বৈশিষ্ট রয়েছে। কপালেপর ব্রণ তাড়াতে ভীষণ কার্যকরী টমেটো।

Next Photo Gallery