
শীতকাল মানেই শুষ্কতার সমস্যা। এই সময় বাতাসে আর্দ্রতা কম হওয়ার দরুণ চামড়া খসখসে হয়ে যায়। তাই প্রয়োজন ত্বকের সঠিক যত্ন। আর যাঁদের ত্বক শুষ্ক প্রকৃতির তাঁদের তো কথাই নেই।(ছবি:Pinterest)

তার জন্য যে আপনাকে সবসময় পার্লারে যেতে হবে এমনটা নয়। বাড়িতেই আপনি যত্ন নিতে পারে ত্বকের। (ছবি:Pinterest)

হাতের সামনে থাকা কয়েকটি জিনিস দিয়েই ত্বকের পরিচর্যা করতে পারেন। জেনে নিন কীভাবে যত্ন নিলে চকচক করবে ত্বক। (ছবি:Pinterest)

শীতে অবশ্যই ত্বকে গ্লিসারিন ব্যবহার করুন। এতে ত্বক হবে সুন্দর ও ঝলমলে। রোজ স্নানের পর গোটা শরীরে গ্লিসারিন মাখুন। (ছবি:Pinterest)

নিয়মিত অলিভ অয়েল ব্যবহার করুন। এতে ত্বকের জেল্লা ফিরবে ও খসখসে ভাব ও নিমেষে দূর হবে। (ছবি:Pinterest)

মধু ব্যবহার করুন। এই মধু ত্বককে খসখসে ভাব থেকে রক্ষা করে। বেসনের সঙ্গে মধু মিশিয়ে মাখুন কাজ হবে। (ছবি:Pinterest)

এ ছাড়া ব্যবহার করতে পারেন দুধের সর। মনে রাখবেন, দুধের সর কিন্তু ত্বককে কোমল করে তুলতে সাহায্য করে। নিয়মিত স্নানের আগে দুধের সর ব্যবহার করতে পারেন। ফল পাবেন। (ছবি:Pinterest)

নিয়মিত গোলাপ জল ব্যবহার করতে ভুললে চলবে না। গোলাপের জল ত্বককে ভিতর থেকে আর্দ্রতা জোগাতে সাহায্য করে। এ ছাড়া ব্যবহার করবেন ফেস টোনার। (ছবি:Pinterest)