
মহিলা মহলে ঘন, কালো ভ্রুয়ের চাহিদা কিন্তু তুঙ্গে। মনের মতো ভ্রু পেতে কম কসরত করেন না মহিলারা। (ছবি:Pinterest)

তবে তা সত্ত্বেও মনের মতো ভ্রু পান না অনেকেই। তবে উপায় আছে যা মানলে আপনার ভ্রু হবে সুন্দর। (ছবি:Pinterest)

তার জন্য চাই বাড়তি যত্ন। নইলে ঘন, কালো ভ্রুয়ের আশা কখনও পূর্ণ হবে না। জেনে নিন তার জন্য কী করতে হবে। (ছবি:Pinterest)

ভ্রু মোটা করতে গেলে ঘন-ঘন প্লাকিং করলে চলবে না। আর বাড়িতে টুইজারের সাহায্যে তো একেবারেই প্লাক করার চেষ্টা করবেন না। (ছবি:Pinterest)

নিয়মিত ত্বকের মতো ভ্রুকেও এক্সফ্লয়েট করুন। এতে ত্বকের উপরিভাগে তাড়াতাড়ি রোম গজায়। এ ছাড়া বেবি ব্রাশের সাহায্যে রাউন্ড পদ্ধতিতে ভ্রু ব্রাশ করতে থাকুন। (ছবি:Pinterest)

মনে রাখলেন ভ্রুর গ্রোথ যেদিতে সেই দিকে সার্কুলার মোশনে ব্রাশ করতে হবে। তবেই ভ্রু ঘন হবে। এবং তাড়াতাড়ি রোম বৃদ্ধি হবে। (ছবি:Pinterest)

এ ছাড়া ভ্রুয়ের বৃদ্ধি বাড়াতে ব্যবহার করতে পারেন অলিভ অয়েল, ভিটামিন ই অয়েল, ক্যাস্টর অয়েল। এতে ভ্রুয়ের গ্রোথ বাড়ে। (ছবি:Pinterest)

নজর দিতে হবে ডায়েটেও। রোজের খাদ্য তালিকায় রাখুন প্রোটিন, আয়রন, পটাশিয়াম, জিঙ্ক, ম্যাগনেশিয়াম যুক্ত খাবার। তাহলে ভ্রু দ্রুত ঘন ও কালো হবে। (ছবি:Pinterest)