শীতে চুলের জেল্লা ফেরাতে ভরসা রাখুন বিটরুটে, জানুন ব্যবহার
Beetroot For Hair: এ বার আসা যাক কীভাবে ব্যবহার করলে কাজ হবে। প্রথমে বাজার থেকে আনা বিট ভালো করে ধুয়ে নিন। তারপর ছোট-ছোট টুকরো করে নিন। এরপর জুসারে দিয়ে তার নির্যাস বের করে নিন। এরপর এই রস চুলের গোড়ায় ভালো করে লাগিয়ে নিন। একটি চুলও যেন বাদ না যায়, সেদিকে নজর দিতে হবে।
1 / 8
শীতে শুধু ত্বকই নয়, দফারফা হয়ে যায় চুলেরও। তাই এই সময় চুলের বাড়তি যত্নের প্রয়োজন। নইলে আরও অবস্থা খারাপ হয়ে যায়। (ছবি:Pinterest)
2 / 8
এই সময় জেল্লা হারায় চুল। তাই অনেকেই চুলের প্রাণ ফেরাতে পার্লারে ছোটেন স্পা করাতে। তবে তার আর কোনও দরকার নেই। (ছবি:Pinterest)
3 / 8
এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে বিট। চুলের শুষ্কতা দূর করতে দারুণভাবে সাহায্য করে বিটরুট। (ছবি:Pinterest)
4 / 8
পাশাপাশি কমায় খুশকির সমস্যাও। গবেষণা বলছে, নতুন চুল গজাতেও সাহায্য করে বিটরুট। প্রাকৃতিক উপায়ে চুলে রঙ এনে দিতেও সাহায্য করে বিট। (ছবি:Pinterest)
5 / 8
এ বার আসা যাক কীভাবে ব্যবহার করলে কাজ হবে। প্রথমে বাজার থেকে আনা বিট ভালো করে ধুয়ে নিন। তারপর ছোট-ছোট টুকরো করে নিন। (ছবি:Pinterest)
6 / 8
এরপর জুসারে দিয়ে তার নির্যাস বের করে নিন। এরপর এই রস চুলের গোড়ায় ভালো করে লাগিয়ে নিন। একটি চুলও যেন বাদ না যায়, সেদিকে নজর দিতে হবে। (ছবি:Pinterest)
7 / 8
তারপর একটা পাত্রে গরম জল নিন। তাতে একটা তোয়ালে ডুবিয়ে নিন। এ বার সেই ভিজে তোয়ালে ১৫ থেকে ২০ মিনিট মাথায় জড়িয়ে রাখুন। (ছবি:Pinterest)
8 / 8
এরপর শ্যাম্পু করে নিন। দেখবেন দূর হলে চুলের হাজার সমস্যা। সপ্তাহে একদিন এই অভ্যাস মেনে চলুন। ফল পাবেন হাতেনাতে। (ছবি:Pinterest)