
শীতে শুধু ত্বকই নয়, দফারফা হয়ে যায় চুলেরও। তাই এই সময় চুলের বাড়তি যত্নের প্রয়োজন। নইলে আরও অবস্থা খারাপ হয়ে যায়। (ছবি:Pinterest)

এই সময় জেল্লা হারায় চুল। তাই অনেকেই চুলের প্রাণ ফেরাতে পার্লারে ছোটেন স্পা করাতে। তবে তার আর কোনও দরকার নেই। (ছবি:Pinterest)

এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে বিট। চুলের শুষ্কতা দূর করতে দারুণভাবে সাহায্য করে বিটরুট। (ছবি:Pinterest)

পাশাপাশি কমায় খুশকির সমস্যাও। গবেষণা বলছে, নতুন চুল গজাতেও সাহায্য করে বিটরুট। প্রাকৃতিক উপায়ে চুলে রঙ এনে দিতেও সাহায্য করে বিট। (ছবি:Pinterest)

এ বার আসা যাক কীভাবে ব্যবহার করলে কাজ হবে। প্রথমে বাজার থেকে আনা বিট ভালো করে ধুয়ে নিন। তারপর ছোট-ছোট টুকরো করে নিন। (ছবি:Pinterest)

এরপর জুসারে দিয়ে তার নির্যাস বের করে নিন। এরপর এই রস চুলের গোড়ায় ভালো করে লাগিয়ে নিন। একটি চুলও যেন বাদ না যায়, সেদিকে নজর দিতে হবে। (ছবি:Pinterest)

তারপর একটা পাত্রে গরম জল নিন। তাতে একটা তোয়ালে ডুবিয়ে নিন। এ বার সেই ভিজে তোয়ালে ১৫ থেকে ২০ মিনিট মাথায় জড়িয়ে রাখুন। (ছবি:Pinterest)

এরপর শ্যাম্পু করে নিন। দেখবেন দূর হলে চুলের হাজার সমস্যা। সপ্তাহে একদিন এই অভ্যাস মেনে চলুন। ফল পাবেন হাতেনাতে। (ছবি:Pinterest)