চুল পড়া বন্ধ হবে, নতুন চুল গজাবে ১ সপ্তাহে, ব্যবহার করে দেখুন এই পাতার রস
Betel Leaves For Hair: স্ক্যাল্পকে সংক্রমণের হাত থেকে রক্ষা করে পান পাতা। এ ছাড়া অনেকেরই মাথায় উকুনের সমস্যা দেখা দেয়। এই সমস্যা থেকেও মুক্তি দেয় পান।পানের ঝাঁঝালো গন্ধে দূর হয় উকুন। তাই এই ধরনের সমস্যা থাকলে পান পাতা বেটে চুলে লাগান। কয়েক সপ্তাহ এটি ব্যবহার করলে ফল পাবেন হাতেনাতে।
1 / 8
খাওয়ার পর পান খাওয়ার অভ্যাস রয়েছে অনেকেরই। অনুষ্ঠান বাড়িতে খাওয়া-দাওয়ার পর পান দেওয়া হয় তাই। মুখশুদ্ধি হিসেবে মিষ্টি পান চিবোতে মন্দ লাগে না! দাঁত খারাপ হয়ে যাওয়ার ভয়ে অনেকেই পান খেতে ভয় পান। তবে জানেন কি শরীরের জন্য উপকারী পান?(ছবি:Pinterest)
2 / 8
শুধু শরীরের জন্যই নয়, চুলের জন্যও ভীষণ উপকারী পান পাতা। জেনে নিন কী গুণ রয়েছে এর মধ্যে ও কীভাবে ব্যবহার করলে কাজ হবে। (ছবি:Pinterest)
3 / 8
পান হজমশক্তি উন্নত করতে সাহায্য করে। তাই খাওয়ার পর পান খেলে খাবার দ্রুত হজম হয়। রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে পান পাতা। (ছবি:Pinterest)
4 / 8
চুল পড়া কমিয়ে নতুন চুল গজাতে সাহায্য করে পান পাতা। অতিরিক্ত দূষণের কারণে চুলে বারোটা বাজে। পান পাতা চুলকে দূষণের হাত থেকে রক্ষা করে। (ছবি:Pinterest)
5 / 8
এ ছাড়া চুলের গোড়া শক্ত করে পান পাতা। ফলে চুল পড়া কমে। এর জন্য পান পাতা থেঁতো করে রসটা চুলে লাগান, উপকার পাবেন। (ছবি:Pinterest)
6 / 8
পাশাপাশি খুশকির সমস্যা মেটাতেও সাহায্য করে পান পাতা। পান পাতা বেটে চুলে লাগালে খুশকির সমস্যা কমবে। (ছবি:Pinterest)
7 / 8
স্ক্যাল্পকে সংক্রমণের হাত থেকে রক্ষা করে পান পাতা। এ ছাড়া অনেকেরই মাথায় উকুনের সমস্যা দেখা দেয়। এই সমস্যা থেকেও মুক্তি দেয় পান। (ছবি:Pinterest)
8 / 8
পানের ঝাঁঝালো গন্ধে দূর হয় উকুন। তাই এই ধরনের সমস্যা থাকলে পান পাতা বেটে চুলে লাগান। কয়েক সপ্তাহ এটি ব্যবহার করলে ফল পাবেন হাতেনাতে। (ছবি:Pinterest)