ডার্কসার্কেল থেকে ট্যানের সমস্যা, মুক্তি আঙুরেই
Grapes For skin: এক্ষেত্রে কয়েকটি আঙুর পিষে একটি পেস্ট বানিয়ে নিন। এরপর একটি পাত্রে মুলতানি মাটি নিন। তাতে এই পেস্ট ও জল দিয়ে গুলে নিন। ব্রণযুক্ত স্থানে প্যাকটি ভালো করে লাগিয়ে নিন। ৩০ মিনিট মতো রেখে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেললেই কাজ শেষ।
1 / 8
শরীর সুস্থ রাখতে আঙুরের বিকল্প নেই। তাই অনেকেই রোজ আঙুর খান। বিশেষ করে কালো আঙুর। এর গুণ আরও বেশি। (ছবি:Pinterest)
2 / 8
জানেন কি শুধু শরীরের জন্যই নয়, ত্বকের জন্যও ভীষণ উপকারী আঙুর? ত্বক উজ্জ্বল করতে আঙুরের জুড়ি নেই। (ছবি:Pinterest)
3 / 8
ডার্কসার্কেলের সমস্যা থেকে ট্যান, সব সমস্যা মেটাতে একই একশো এই ফল। এ বার জেনে নিন কীভাবে ব্যবহার করলে কাজ হবে। (ছবি:Pinterest)
4 / 8
ব্লেন্ডারে কয়েকটি আঙুর নিয়ে পিষে নিন। এ বার মিশ্রণটি চোখের তলায় ভালো করে লাগিয়ে নিন। সারারাত রেখে সকালে উঠে ধুয়ে নিন। (ছবি:Pinterest)
5 / 8
ডার্কসার্কেলের পাশাপাশি ব্রণর সমস্যা মেটাতেও সাহায্য করে আঙুর। সাধারণত তৈলাক্ত ত্বকে ব্রণর সমস্যা হয়।(ছবি:Pinterest)
6 / 8
আঙুর ত্বকের অতিরিক্ত তেল শোষণ করে ব্রণর সমস্যা থেকে মুক্তি দেয়। এ বার আসা যাক কীভাবে ব্যবহার করলে কাজ হবে। (ছবি:Pinterest)
7 / 8
এক্ষেত্রে কয়েকটি আঙুর পিষে একটি পেস্ট বানিয়ে নিন। এরপর একটি পাত্রে মুলতানি মাটি নিন। তাতে এই পেস্ট ও জল দিয়ে গুলে নিন। (ছবি:Pinterest)
8 / 8
ব্রণযুক্ত স্থানে প্যাকটি ভালো করে লাগিয়ে নিন। ৩০ মিনিট মতো রেখে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেললেই কাজ শেষ। (ছবি:Pinterest)