Milk For Skin: চকচকে জেল্লাদার ত্বক চান? কাজে লাগান দুধ, জানুন ব্যবহার

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Aug 28, 2023 | 5:40 PM

Skin Care: কাঁচা দুধ থেকে ফেস স্ক্রাব তৈরি করা যায়। ফেস স্ক্রাব তৈরি করতে কাঁচা দুধের সঙ্গে চিনি ও সামান্য বেসন নিন। এই তিনটি মিশিয়ে মুখে লাগান।

1 / 8
দুধ শুধুই যে সুষম আহার তা কিন্তু নয়, এটিকে আরও অনেক কাজে লাগানো যায়। তার মধ্যেই একটি হল রুপচর্চা।

দুধ শুধুই যে সুষম আহার তা কিন্তু নয়, এটিকে আরও অনেক কাজে লাগানো যায়। তার মধ্যেই একটি হল রুপচর্চা।

2 / 8
দুধে ভিটামিন, ক্যালসিয়াম, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, প্রোটিন এবং ল্যাকটিক অ্যাসিড সহ অনেক ধরনের জিনিস পাওয়া যায়, যা আমাদের স্বাস্থ্যের জন্য অপরিহার্য।

দুধে ভিটামিন, ক্যালসিয়াম, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, প্রোটিন এবং ল্যাকটিক অ্যাসিড সহ অনেক ধরনের জিনিস পাওয়া যায়, যা আমাদের স্বাস্থ্যের জন্য অপরিহার্য।

3 / 8
যেমনটা আগে বলা হল, কিন্তু দুধ শুধু স্বাস্থ্যের জন্যই নয়, ত্বকের জন্যও খুবই উপকারী। কাঁচা দুধ ত্বকে লাগালে অনেক উপকার পাওয়া যায়।

যেমনটা আগে বলা হল, কিন্তু দুধ শুধু স্বাস্থ্যের জন্যই নয়, ত্বকের জন্যও খুবই উপকারী। কাঁচা দুধ ত্বকে লাগালে অনেক উপকার পাওয়া যায়।

4 / 8
কাঁচা দুধ ত্বকে লাগালে শুধুই জেল্লা আসবে, তা নয়। পাশাপাশি বলিরেখা, ফাইন লাইন এবং বার্ধক্যের ক্ষেত্রেও উপকার পাওয়া যায়।

কাঁচা দুধ ত্বকে লাগালে শুধুই জেল্লা আসবে, তা নয়। পাশাপাশি বলিরেখা, ফাইন লাইন এবং বার্ধক্যের ক্ষেত্রেও উপকার পাওয়া যায়।

5 / 8
এটি লাগালে মুখ ময়েশ্চারাইজড হয়। অর্থাৎ আপনি এটিকে ময়েশ্চারাইজার হিসেবেও কাজে লাগাতে পারেন।

এটি লাগালে মুখ ময়েশ্চারাইজড হয়। অর্থাৎ আপনি এটিকে ময়েশ্চারাইজার হিসেবেও কাজে লাগাতে পারেন।

6 / 8
দুধকে মুখে স্ক্রাব হিসেবেও ব্যবহার করতে পারেন। কীভাবে সেই স্ক্রাব তৈরি করবেন জেনে নিন।

দুধকে মুখে স্ক্রাব হিসেবেও ব্যবহার করতে পারেন। কীভাবে সেই স্ক্রাব তৈরি করবেন জেনে নিন।

7 / 8
কাঁচা দুধ থেকে ফেস স্ক্রাব তৈরি করা যায়। ফেস স্ক্রাব তৈরি করতে কাঁচা দুধের সঙ্গে চিনি ও সামান্য বেসন নিন। এই তিনটি মিশিয়ে মুখে লাগান।

কাঁচা দুধ থেকে ফেস স্ক্রাব তৈরি করা যায়। ফেস স্ক্রাব তৈরি করতে কাঁচা দুধের সঙ্গে চিনি ও সামান্য বেসন নিন। এই তিনটি মিশিয়ে মুখে লাগান।

8 / 8
এই ফেস স্ক্রাবটি হালকা হাতে প্রায় ২ থেকে ৩ মিনিট ম্যাসাজ করুন। এর পরে আপনি আপনার মুখ ধুয়ে ফেলুন। এটি ত্বকের মৃত কোষ দূর করে।

এই ফেস স্ক্রাবটি হালকা হাতে প্রায় ২ থেকে ৩ মিনিট ম্যাসাজ করুন। এর পরে আপনি আপনার মুখ ধুয়ে ফেলুন। এটি ত্বকের মৃত কোষ দূর করে।

Next Photo Gallery