ত্বক হবে ফর্সা ও চকচকে, ব্যবহার করে দেখুন গোলাপের এই ফেস প্যাক

Feb 27, 2024 | 6:00 PM

Rose Facepack: তারপর মুখে লাগিয়ে নিন। ৩০ মিনিট মতো রেখে ধুয়ে ফেলুন। ত্বকের যেকোনও রকম ক্ষত মেটাতে সাহায্য করে এই প্যাক। পাশাপাশি ত্বককে কোমল ও সুন্দর করে তোলে। এ ছাড়া টকদইয়ের সঙ্গে গোলাপের পাঁপাড়ি দিয়েও তৈরি করে নিতে পারনে ফেস প্যাক। ট্যান তুলতে অত্যন্ত কার্যকরী এই ফেসপ্যাক।

1 / 8
গোলাপ শুধু রূপেই সুন্দর নয়, গুণের শেষ নেই এই ফুলের। ত্বকের জন্য ভীষণ উপকারী একটি ফুল হল গোলাপ। (ছবি:Pinterest)

গোলাপ শুধু রূপেই সুন্দর নয়, গুণের শেষ নেই এই ফুলের। ত্বকের জন্য ভীষণ উপকারী একটি ফুল হল গোলাপ। (ছবি:Pinterest)

2 / 8
ত্বককে ভিতর থেকে সুস্থ রাখে গোলাপ। পাশাপাশি ত্বকের একাধিক সমস্যা মেটায়। ত্বককে নরম ও মসৃণ করে তোলে গোলাপ। (ছবি:Pinterest)

ত্বককে ভিতর থেকে সুস্থ রাখে গোলাপ। পাশাপাশি ত্বকের একাধিক সমস্যা মেটায়। ত্বককে নরম ও মসৃণ করে তোলে গোলাপ। (ছবি:Pinterest)

3 / 8
কিন্তু তার জন্য সঠিক ব্যবহার জানাটা জরুরি। এমন বেশকিছু গোলাপের ফেসপ্যাক রয়েছে যা ব্যবহার করলে চটজলদি ফল পাবেন। জেনে নিন কীভাবে ব্যবহার করবেন। (ছবি:Pinterest)

কিন্তু তার জন্য সঠিক ব্যবহার জানাটা জরুরি। এমন বেশকিছু গোলাপের ফেসপ্যাক রয়েছে যা ব্যবহার করলে চটজলদি ফল পাবেন। জেনে নিন কীভাবে ব্যবহার করবেন। (ছবি:Pinterest)

4 / 8
ত্বকের জন্য আরও এক অতি গুরুত্বপূর্ণ উপাদান হল দুধের সর। ত্বককে পরিষ্কার রাখতে সাহায্য করে এই উপাদান। আর গোলাপের সঙ্গে এটি মেশানে এর গুণ আরও কয়েকাংশে বেড়ে যায়। (ছবি:Pinterest)

ত্বকের জন্য আরও এক অতি গুরুত্বপূর্ণ উপাদান হল দুধের সর। ত্বককে পরিষ্কার রাখতে সাহায্য করে এই উপাদান। আর গোলাপের সঙ্গে এটি মেশানে এর গুণ আরও কয়েকাংশে বেড়ে যায়। (ছবি:Pinterest)

5 / 8
এই ফেসপ্যাক বানানোর জন্য একটি পাত্রে দুধের সর নিন। আর অন্যদিকে কয়েকটি গোলাপের পাঁপড়ি নিয়ে পেস্ট করে নিন। এ বার মিশ্রণটি ভাল করে গুলে মুখে লাগিয়ে নিন। (ছবি:Pinterest)

এই ফেসপ্যাক বানানোর জন্য একটি পাত্রে দুধের সর নিন। আর অন্যদিকে কয়েকটি গোলাপের পাঁপড়ি নিয়ে পেস্ট করে নিন। এ বার মিশ্রণটি ভাল করে গুলে মুখে লাগিয়ে নিন। (ছবি:Pinterest)

6 / 8
আর ব্যবহার করতে পারেন হলুদ ও গোলাপের ফেসপ্যাক। এটি বানাতে একটি পাত্রে হলুদ বাটা নিন। তাতে গোলাপের পাঁপড়ির পেস্ট যোগ করুন। (ছবি:Pinterest)

আর ব্যবহার করতে পারেন হলুদ ও গোলাপের ফেসপ্যাক। এটি বানাতে একটি পাত্রে হলুদ বাটা নিন। তাতে গোলাপের পাঁপড়ির পেস্ট যোগ করুন। (ছবি:Pinterest)

7 / 8
তারপর মুখে লাগিয়ে নিন। ৩০ মিনিট মতো রেখে ধুয়ে ফেলুন। ত্বকের যেকোনও রকম ক্ষত মেটাতে সাহায্য করে এই প্যাক। পাশাপাশি ত্বককে কোমল ও সুন্দর করে তোলে। (ছবি:Pinterest)

তারপর মুখে লাগিয়ে নিন। ৩০ মিনিট মতো রেখে ধুয়ে ফেলুন। ত্বকের যেকোনও রকম ক্ষত মেটাতে সাহায্য করে এই প্যাক। পাশাপাশি ত্বককে কোমল ও সুন্দর করে তোলে। (ছবি:Pinterest)

8 / 8
এ ছাড়া টকদইয়ের সঙ্গে গোলাপের পাঁপাড়ি দিয়েও তৈরি করে নিতে পারনে ফেস প্যাক। ট্যান তুলতে অত্যন্ত কার্যকরী এই ফেসপ্যাক।(ছবি:Pinterest)

এ ছাড়া টকদইয়ের সঙ্গে গোলাপের পাঁপাড়ি দিয়েও তৈরি করে নিতে পারনে ফেস প্যাক। ট্যান তুলতে অত্যন্ত কার্যকরী এই ফেসপ্যাক।(ছবি:Pinterest)

Next Photo Gallery