ত্বকে সোনার জেল্লা পেতে ব্যবহার করে দেখুন গাঁদা ফুলের ফেস প্যাক
Marigold Face Pack: একটা পাত্রে গাঁদা ফুলের পাঁপড়ির রস নিন। তাতে এক টামচ মধু ও দুধের সর মেশান। এ বার মিশ্রণটি ভালো করে মিশিয়ে মুখে লাগিয়ে নিলেই হবে। এ ছাড়া ব্যবহার করতে পারেন গাঁদা ফুল ও টক দইয়ের ফেস প্যাক। রোদের কারণে পড়া ট্যান তুলতে দারুণ সাহায্য করে এই গাঁদা ফুলের ফেস প্যাক।
1 / 8
ফুলের মধ্যে বেশ জনপ্রিয় গাঁদা ফুল। অনেকেই বাড়িতে এই ফুলের গাছ লাগান। তবে শুধু সৌন্দর্যের জন্যই নয়, গুণেরও শেষ নেই গাঁদা ফুলের।(ছবি:Pinterest)
2 / 8
ত্বকের জন্য বেশ ভালো এই ফুল। গাঁদা ফুলের নির্যাস ত্বকের নানান সমস্যা মেটাতে সাহায্য করে। ত্বকের ট্যান তুলতে সাহায্য করে এই ফুল।(ছবি:Pinterest)
3 / 8
পাশাপাশি ত্বককে ক্ষতিকারক অতিবেগুনী রশ্মির হাত থেকে রক্ষা করে। শুধু তাই-ই নয়, ত্বকের শুষ্কতার সমস্যা মেটাতেও সাহায্য করে এই ফুল। (ছবি:Pinterest)
4 / 8
তবে তার জন্য জানতে হবে সঠিক ব্যবহার, নইলে কাজ হবে না। এ বার জেনে নিন কীভাবে ত্বকের পরিচর্যায় ব্যবহার করবেন গাঁদা ফুল। (ছবি:Pinterest)
5 / 8
শীতকালে ত্বকে শুষ্কতার সমস্যা দেখা দেয়। এই সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করে গাঁদা। এর সঙ্গে মধু ও দুধের সর মিশিয়ে মাখলে কাজ হবে। (ছবি:Pinterest)
6 / 8
একটা পাত্রে গাঁদা ফুলের পাঁপড়ির রস নিন। তাতে এক টামচ মধু ও দুধের সর মেশান। এ বার মিশ্রণটি ভালো করে মিশিয়ে মুখে লাগিয়ে নিলেই হবে। (ছবি:Pinterest)
7 / 8
এ ছাড়া ব্যবহার করতে পারেন গাঁদা ফুল ও টক দইয়ের ফেস প্যাক। রোদের কারণে পড়া ট্যান তুলতে দারুণ সাহায্য করে এই গাঁদা ফুলের ফেস প্যাক। (ছবি:Pinterest)
8 / 8
এই ফেস প্যাকটি তৈরি করার জন্য সবার আগে গাঁদা ফুলের পাঁপড়ি পেস্ট করে নিন। এ বার তাতে সামান্য টকদই মেশান। এ বার তা মুখে লাগিয়ে নিন। ৩০ মিনিট মতো রেখে ধুয়ে ফেলুন। (ছবি:Pinterest)