চুলের হাল ফেরাতে ভরসা হোক কোরিয়ান বিউটি টিপস, জানুন কীভাবে যত্ন নেবেন
Korean Hair Care: শ্যাম্পুর পর হেয়ার সিরাম লাগাতেই হবে। এতে চুলের আর্দ্রতা বজায় থাকবে। পাশাপাশি চুল ফিরে পাবে জেল্লা। যাঁদের চুলে ফ্রিজিনেশের সমস্যা রয়েছে তাও দূর হবে এতে। আর সপ্তাহে অন্তত একদিন চাল ভেজানো জল দিয়ে চুল ধুতে হবে। তাহলেই ফল পাবেন।
1 / 8
রূপচর্চার কথা মহিলাদের খুব একটা বলতে হয় না। আর রূপচর্চায় তাঁদের প্রিয় কোরিয়ান বিউটি টিপস। শুধু ত্বক নয়,চুলের পরিচর্যাতেও দারুণভাবে কাজে লাগে এই বিউটি টিপস। (ছবি:Pinterest)
2 / 8
চুল পড়া কমিয়ে, এর জেল্লা বাড়িয়ে দিতে দারুণ সহায়ক কোরিয়ান পদ্ধতি। এ বার জেনে নিন কীভাবে কোরিয়ান পদ্ধতি মেনে চুলের যত্ন নেবেন। (ছবি:Pinterest)
3 / 8
প্রথমে চুলের ধরন দেখে শ্যম্পু বেছে নিন। সপ্তাহে দুই থেকে তিনদিন শ্যাম্পু করুন। এ বার আসা যাক আসল বিষয়ে। (ছবি:Pinterest)
4 / 8
শুধু শ্যাম্পু করলেই হবে না। করতে হবে স্ক্যাল্প ম্যাসাজ। কারণ কোরিয়ান রূপচর্চায় ম্যাসজের গুরুত্ব অনেক। তাই শ্যাম্পু লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করতে হবে। (ছবি:Pinterest)
5 / 8
এতে স্ক্যাল্পের রক্ত সঞ্চালন ভালো হয়। ফলে চুলের গোড়া মজবুত হয় ও চুল পড়া বন্ধ হয়। তাই এই পদ্ধতি মানতেই হবে। (ছবি:Pinterest)
6 / 8
এ ছাড়া কে বিউটি মেনে চলতে হলে অবশ্যই ব্যবহার করতে হবে হেয়ার মাস্ক। এক্ষেত্রে বাজারচলতি মাস্ক ব্যবহার না করে ঘরোয়া উপায়ে বাড়িতেই বানিয়ে নিতে পারেন হেয়ার মাস্ক। (ছবি:Pinterest)
7 / 8
শ্যাম্পুর পর হেয়ার সিরাম লাগাতেই হবে। এতে চুলের আর্দ্রতা বজায় থাকবে। পাশাপাশি চুল ফিরে পাবে জেল্লা। (ছবি:Pinterest)
8 / 8
যাঁদের চুলে ফ্রিজিনেশের সমস্যা রয়েছে তাও দূর হবে এতে। আর সপ্তাহে অন্তত একদিন চাল ভেজানো জল দিয়ে চুল ধুতে হবে। তাহলেই ফল পাবেন। (ছবি:Pinterest)