Chicken Lababdar Recipe: বৃষ্টির দিনে ঝাল-ঝাল খেতে ইচ্ছে করে? বানিয়ে ফেলুন চিকেন লাবাবদার
TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
Jul 13, 2023 | 8:45 AM
Recipe In Bengali: প্রথমেই জেনে নিন এটা বানাতে কী-কী লাগবে। এটি বানাতে লাগবে মুরগির মাংস,টক দই, হলুদ, লঙ্কা ও জিরে গুঁড়ো। আরও লাগবে আদা ও রসুন এবং তেজপাতা।
1 / 8
বৃষ্টি হলেই মনটা যেন ঝালঝাল খাবারের দিকে টানে। ঘরে বানানো ঝোল ভাত আর তখন মুখে রচে না।
2 / 8
যদি আপনারও এমনটা হয় তবে স্বাদ বদল করতে বানিয়ে ফেলুন ঝালঝাল চিকেন লাবাবদার। রুটি বা পরোটার সঙ্গে ডিনারে পরিবেশন করুন।
3 / 8
প্রথমেই জেনে নিন এটা বানাতে কী-কী লাগবে। এটি বানাতে লাগবে মুরগির মাংস,টক দই, হলুদ, লঙ্কা ও জিরে গুঁড়ো। আরও লাগবে আদা ও রসুন এবং তেজপাতা।
4 / 8
এছাড়াও লাগবে গোটা গরম মশলা, জয়িত্রী, গোলমরিচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, টমেটো, ফ্রেশ ক্রিম, লবন, তেল ও কসৌরি মেথি ও কাজুবাদাম।
5 / 8
মাংস ভাল করে ধুয়ে নিয়ে টক দই, হলুদ, জিরে ও লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে ১ ঘণ্টা রেখে দিন। এবার কড়াইয়ে জল গরম হতে দিন।
6 / 8
জল গরম হয়ে গেলে তাতে কেটে রাখা পেঁয়াজ,আদা ও রসুন ও কাজুবাদাম সেদ্ধ করে নিন। এবার ছাঁকনিতে জল ছেঁকে মিক্সিতে মিহি করে বেটে নিন।
7 / 8
কড়াইয়ে তেল গরম করে তাতে তেজপাতা, গোটা গরম মশলা, জয়িত্রী ফোড়ন দিন। তাতে পেঁয়াজ ও আদার মশলাটা দিয়ে ভাল করে কষিয়ে নিন।
8 / 8
মশলা কষে গেলে তাতে গরম মশলার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও টমেটো পিউরি দিয়ে আরও কিছুক্ষণ কষান। এর পর এতে ম্যারিনেট করা মাংস দিয়ে ভাল করে কষাতে থাকুন।