একঘেঁয়ে ভাত আর নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন মুর্গ পোলাও
Chicken Pulao Recipe: বাড়িতেই বানিয়ে ফেলুন মুর্গ পোলাও। মাংস সহযোগে এই পোলাও খেতে দুর্দান্ত হয়। এ বার আর দেরি না করে জেনে নিন সহজ রেসিপি। এই পদ বানাতে লাগবে চিকেন, বাসমতি চাল, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, সাদা তেল, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, টকদই, ধনেপাতা, কাঁচালঙ্কা, পেঁয়াজ কুচি।