Coconut Mutton: ভিন্ন স্বাদের নারকেল মটন চেখেই দেখুন একবার, রইল রেসিপি
TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
Aug 26, 2023 | 6:50 PM
Mutton Recipe: প্রথমে মাংসটা ধুয়ে ভাল করে জল ঝরিয়ে নিন। অন্যদিকে শুকনো তাওয়ায় শুকনো লঙ্কা, দারুচিনি, এলাচ ও লবঙ্গ টস করে নিন। নারকেল বেটে কুড়িয়ে টকদইয়ের সঙ্গে পেস্ট করে নিন।
1 / 8
বাঙালির অন্যতম ভালবাসা হল মটন। গরম-গরম মটন পেলে আর কিছু চায় না বাঙালি। শরীরের বালাই না করেই থালা ভরে মটন নিয়ে বসে পড়েন।
2 / 8
বাঙালি বাড়িতে সবচেয়ে বেশি চল রয়েছে মটনের ঝাল কিংবা ঝোল খাওয়ার। তবে মাঝে মধ্যে স্বাদ বদল করতে কার না ভাল লাগে বলুন।
3 / 8
তাই এবার স্বাদ বদলতে চটজলদি বানিয়ে ফেলুন নারকেল মটন। নারকেল দিয়ে মটনের নাম শুনলেই অনেকে অবাক হয়ে যান যদিও।
4 / 8
তবে অবাক হওয়ার কোনও কারণ নেই কারণ দারুণ সুস্বাদু হয় এই মটন। আর দেরি না করে জেনে নিন সহজ রেসিপি...
5 / 8
এই পদ বানাতে লাগবে মটন, গোটা ধনে, তিল, জিরে, পোস্ত, দারুচিনি, লবঙ্গ, ছোট এলাচ, শুকনো লঙ্কা।
6 / 8
আরও লাগবে পেঁয়াজ, রসুনের কোয়া, টমেটো, নারকেল কোরা, তেজপাতা, হলুদ, সর্ষের তেল, নুন। এবার জানা যাক কীভাবে বানাবেন...
7 / 8
প্রথমে মাংসটা ধুয়ে ভাল করে জল ঝরিয়ে নিন। অন্যদিকে শুকনো তাওয়ায় শুকনো লঙ্কা, দারুচিনি, এলাচ ও লবঙ্গ টস করে নিন। নারকেল বেটে কুড়িয়ে টকদইয়ের সঙ্গে পেস্ট করে নিন।
8 / 8
প্রথমে মাংসটা ধুয়ে ভাল করে জল ঝরিয়ে নিন। অন্যদিকে শুকনো তাওয়ায় শুকনো লঙ্কা, দারুচিনি, এলাচ ও লবঙ্গ টস করে নিন। নারকেল বেটে কুড়িয়ে টকদইয়ের সঙ্গে পেস্ট করে নিন।