বাসি ভাত ফেলে দেন? নষ্ট না করে বানিয়ে ফেলুন ফ্রায়েড রাইস
Fried Rice Recipe: ভালো করে কষিয়ে নিয়ে তাতে বাসি ভাতটা দিয়ে দিন। মশলার সঙ্গে ভাতটা ভালো করে মিশিয়ে নিন। ঝাল খেতে চাইলে লঙ্কা কুচিয়ে দিতে পারেন। অন্য একটি পাত্রে ডিমের ভুর্জি বানিয়ে নিন। এরপর ওই ডিম ভাজাটা ফ্রায়েড রাইসের সঙ্গে মিশিয়ে নিন। স্বাদমতো নুন ও লবণ দিন। ৫ মিনিট মতোরেথে নামিয়ে নিন। ব্যাস তৈরি আপনার ফ্রায়েড রাইস।