কথাতেই আছে মাছে-ভাতে বাঙালি। মাছের সঙ্গে বাঙালির প্রেম বরাবরের। পাতে মাছ পড়লে আর কোনও দিকে তাকায় না বাঙালিরা।(ছবি:Pinterest)
আর চিংড়ি, ইলিশের পাশাপাশি কাতলা খেতেও বেশ পছন্দ করেন তাঁরা। বহু বাঙালি বাড়িতেই দুপুরে ভাতের সঙ্গে থাকে এই মাছ। (ছবি:Pinterest)
সাধারণত বাড়িতে কাতলার ঝাল, ঝোলই খাওয়া হয়। তবে মাঝেমাঝে স্বাদ বদল হলে কার না ভালো লাগে বলুন তো। তাই এ বার স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন টক ঝাল মিষ্টি কাতলা। (ছবি:Pinterest)
এই পদ বানাতে লাগবে কাতলা মাছ, পেঁয়াজ বাটা, রসুন বাটা, চারমগজ বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে, তেজজাতা, ছোট এলাচ। (ছবি:Pinterest)
আর লাগবে লবঙ্গ, দারুচিনি, গরম মশলা গুঁড়ো, চিনি ও তেল। এ বার আসা যাক রেসিপিতে। প্রথমে মাছে নুন, হলুদ মাখিয়ে ভেজে নিন। (ছবি:Pinterest)
এরপর কড়াইয়ে তেল দিন। তাতে তেজপাতা, গোটা গরম মশলা ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিন। ওই তেলেই পেঁয়াজ ও আদা-রসুন বাটা দিন। পরিমাণমতো হলুদ ও লঙ্কার গুঁড়ো দিন।(ছবি:Pinterest)
টমেটো কুচি দিন। এরপর চারমগজ বাটা দিয়ে ভালো করে কষাতে থাকুন। গরম মশলা দিন। স্বাদমতো নুন ও চিনি দিন। এরপর মশলা কষে এলে ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিন। (ছবি:Pinterest)
সামান্য জল দিন। গ্রেভি ফুটে গেলেই তৈরি আপনার টক ঝাল মিষ্টি কাতলা। নামানোর সময় উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। (ছবি:Pinterest)