Chicken Masala: অনেক তো হল ঝোল, এবার স্বাদ বদল করুন মশলা চিকেন দিয়ে, রইল রেসিপি
Chicken Recipe: ভাজা হয়ে গেলে, তাতে লঙ্কার গুঁড়ো, টমেটো, চারমগজ বাটা, কাজুবাদাম বাটা দিয়ে ভাল করে কষিয়ে নিন। মশলা কষে এলে তাতে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে, ভাল করে কষান। নুন ও চিনি দিন। স্বাদমতো লঙ্কার গুঁড়ো দিয়ে, আরও কষিয়ে নিয়ে জল ঢেলে দিন। মাংস সেদ্ধ হতে সময় দিন।