Paneer Kolapuri: ডিনারে বানিয়ে ফেলুন পনির কলাপুরি, রইল রেসিপি
TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
Aug 15, 2023 | 2:58 PM
Paneer Recipe: পুনরায় এই মশলা তেলে দিয়ে তাতে টকদই দিন ও কেটে রাখা পনির, ক্যাপসিকাম ও পেঁয়াজ দিয়ে আরও একটু কষান। পরিমাণ মতো নুন ও চিনি দিতে ভুলবেন না। এরপর আঁচ কমিয়ে নাড়তে থাকুন।
1 / 8
মহারাষ্ট্রীয় খাবারের কথা বললেই মাথায় আসে পনির কোলাপুরির কথা। অসাধারণ খেতে এই পদ। আর বানাতেও খুব একটা ঝক্কি নেই।
2 / 8
খেতে সুস্বাদু হলেও দারুণ মশলাদার ও ঝাল হয় এই পদ। তবে ঝালটা আপনি নিজের ইচ্ছেমতো দিতেই পারেন।
3 / 8
যেকোনও খাবারই বাঙালি তাঁর নিজের ছোঁয়ায় নিজের মতো করে নেন। এউ পদেও তাই নারকেল কোরা, টক ইত্যাদি যোগ করে নিজেদের মতো করে নিয়েছে তাঁরা।
4 / 8
এই পদ বানাতে লাগবে পনির, পেঁয়াজ বাটা, ক্যাপসিকাম, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নারকেল কোরা, গোটা জিরে, গরম মশলা।
5 / 8
আরও লাগবে শুকনো লঙ্কা, পোস্ত, সাদা তিল, লবঙ্গ, দারুচিনি, বড় এলাচ, গোটা ধনে. শুকনো লঙ্কা। এলার জানুন কীভাবে বানাবেন...
6 / 8
প্রথমেই পনিরগুলো টুকরো করে নিন। পেঁয়াজ, ক্যাপসিকাম কেটে নিন। কোলাপুরি মশলার জন্য গোটা জিরে, ধনে, এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোটা গোলমরিচ. শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিন।
7 / 8
এবার এতে নারকেল কোরা ও পোস্ত, তিলবাটা যোগ করুন। সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিন। টমেটো পিউরি যোগ করে ভাল করে কষাতে থাকুন। এবার ভাজা মশলাটা ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নিন।
8 / 8
পুনরায় এই মশলা তেলে দিয়ে তাতে টকদই দিন ও কেটে রাখা পনির, ক্যাপসিকাম ও পেঁয়াজ দিয়ে আরও একটু কষান। পরিমাণ মতো নুন ও চিনি দিতে ভুলবেন না। এরপর আঁচ কমিয়ে নাড়তে থাকুন। গ্রেভি শুকিয়ে এলে নামিয়ে নিন।