
ত্বকের যত্নে গোলাপ জলের বিকল্প নেই। বিশেষ করে তৈলাক্ত ত্বকের জন্য বেশ ভাল গোলাপ জল। ত্বককে ভিতর থেকে সুন্দর করে তোলে গোলাপ জল। (ছবি:Pinterest)

পাশাপাশি ত্বককে যেকোনও ধরেনর সংক্রমণের হাত থেকে রক্ষা করে গোলাপ জল। এ ছাড়া ব্রণর সমস্যাও মেটায়। (ছবি:Pinterest)

শুধু গোলাপ জল ব্যবহার করলেই কিন্তু হবে না। জানতে হবে সঠিক ব্যবহার। আর কোন সময়ে আপনি গোলাপ জল ব্যবহার করছেন তাও কিন্তু গুরুত্বপূর্ণ। (ছবি:Pinterest)

বিশেষজ্ঞদের মতে, রাতে গোলাপ জল ব্যবহার করা উচিত। এই সময় ত্বক বিশ্রাম পায়। ফলে গোলাপ জল ত্বকের ভিতরে প্রবেশ করে দুর্দান্ত কাজ করে। (ছবি:Pinterest)

এ ছাড়া রাতে দূষণের হাত থেকে কিছুটা হলেও রক্ষা পায় ত্বক। ফলে এই সময় গোলাপ জল ব্যবহার করলে দ্রুত ফল পাবেন। (ছবি:Pinterest)

দিনের বেলায় গোলাপ জল একেবারেই ব্যবহার করা যায় না এমনটা নয়। গোলাপ জল লাগিয়ে রোদে বেরোবেন না। (ছবি:Pinterest)

ফেসপ্যাকে গোলাপ জল মিশিয়ে ব্যবহার করতে পারেন। এতে ভাল ফল পাবেন। ত্বকে জেল্লা ফেরে এই জল ব্যবহার করলে। (ছবি:Pinterest)

দিনে দু'বারের বেশি গোলাপ জল ব্যবহার করবেন না। সকালে স্নানের পর একবার আর রাত ঘুমোতে যাওয়ার আগে ব্যবহার করলেই যথেষ্ট। (ছবি:Pinterest)