Tandoori Chicken Masala: রেস্তোরাঁ স্টাইল তন্দুরি চিকেন মশলা এবার বাড়িতেই, রইল রেসিপি
TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
Aug 05, 2023 | 9:15 AM
Tandoori Chicken Masala: মশলা কষে গেলে তাতে ভেজে রাখা চিকেনটা দিয়ে পরিমাণমতো নুন ও চিনি যোগ করুন। এবার তাতে গরম মশলা ও তন্দুরি মশলা ও লঙ্কার গুঁড়ো দিয়ে কষিয়ে নামিয়ে নিন। পরোটা বা রুটির সঙ্গে পরিবেশন করুন।
1 / 8
কথাতে মাছে ভাতে বাঙালি থাকলেও, চিকেনের প্রতিও বাঙালির আলাদাই টান। রবিবার বাদেও সপ্তাহের মাঝে চিকেন হলে মন্দ হয় না।
2 / 8
তবে বাড়িতে সাধারণত বাড়িতে চিকেনের ঝোল, ঝালই বেশি রাঁধা হয়। তাই রেস্তোরাঁয় গিয়ে চিকেনের নানা লোভনীয় পদের উপর হামলে পড়েন বাঙালি।
3 / 8
অন্যরকমের চিকেনের পদের মধ্যে বাঙালির বেশ প্রিয় চিকেন তন্দুরি মশলা। তবে তার জন্য যে আপনাকে রেস্তোরাঁর উপর নির্ভর করতে হবে এমনটা নয়।
4 / 8
বাড়িতেও বানানো যায় এই পদ। শুধু জানতে হবে রেসিপি। প্রথমেই দেখে নেওয়া যাক এই পদ বানাতে কী-কী লাগবে। এটি বানাতে লাগবে চিকেন, টকদই, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো।
5 / 8
আরও লাগবে তেজপাতা, মেথি, শুকনো লঙ্কা ভাজা গুঁড়ো, গরম মশলা, নুন, চিনি, সর্ষের তেল, পেঁয়াজ বাটা, রসুন বাটা, ধনে পাতা কুচি ও তন্দুরি মশলা।
6 / 8
প্রথমেই চিকেনটা টক দই, অর্ধেক পেঁয়াজ বাটা,আদা রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরেগুঁড়ো,নুন,হলুদ গুঁড়ো, লঙ্কাগুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দিন। এবার কড়াইয়ে তেল গরম করতে দিন।
7 / 8
তেল গরম হলে তাতে চিকেনটা দিয়ে দিন। ভেজে তুলে নিন। এবার কড়াইয়ে আরও একটু তেল দিয়ে চাচে পেঁয়াজ বাটা, রসুন বাটা, লঙ্কা, হলুদ, গরম মশলার গুঁড়ো দিন। মশলা কষিয়ে নিন।
8 / 8
মশলা কষে গেলে তাতে ভেজে রাখা চিকেনটা দিয়ে পরিমাণমতো নুন ও চিনি যোগ করুন। এবার তাতে গরম মশলা ও তন্দুরি মশলা ও লঙ্কার গুঁড়ো দিয়ে কষিয়ে নামিয়ে নিন। পরোটা বা রুটির সঙ্গে পরিবেশন করুন।