Pokora Recipe: বর্ষার দিনে খেয়ে দেখুন লাউয়ের খোসা ও মুসুর ডালের পকোরা, রইল রেসিপি
TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
Jul 31, 2023 | 5:15 PM
Recipe In Bengali: একটা পাত্রে চালের আটা রেখে তাতে পকোড়াগুলি দিয়ে কোট করে নিন। এবার কড়াইয়ে তেল গরম করতে দিন। তাতে এগুলি দিয়ে ভেজে নিয়ে উপর থেকে ধনেপাতা ও চাট মশলা ছড়িয়ে পরিবেশন করুন।
1 / 8
ভাজাভুজির প্রতি বাঙালির আলদাই টান। স্বাস্থ্য়ের কথা না ভেবে তাই ভাজাভুজি দেখলেই হামলে পড়েন তাঁরা।
2 / 8
আর বর্ষা আসতেই ভাজাভুজির প্রতি লোভ আরও দ্বিগুণ হয়েছে। তাই এবার জিভকে শান্ত করতে বানিয়ে ফেলুন লাউয়ের খোসা দিয়ে মুসুর ডালের পকোড়া।
3 / 8
লাউ শরীরে জন্য ভীষণ উপকারি। সমানভাবে লাউয়ের খোসাতেও প্রয়োজনীয় উপাদান রয়েছে। তাই না ফেলে দিয়ে কাজে লাগান এভাবে।
4 / 8
এই পদ বানাতে লাগবে লাউয়ের খোসা, মুসুর ডাল, চালের আটা, পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা। আরও লাগবে চিলি ফ্লেক্স, সাদা তেল, বিট নুন, গোলমরিচের গুঁড়ো, কুচোনো আদা ও চাট মশলা।
5 / 8
রাতে জলের মধ্য়ে মুসুর ডাল ভিজিয়ে রাখুন। সকালে উঠে ডালের জল ঝরিয়ে নিন। অন্যদিকে লাউয়ের খোসা ছাড়িয়ে নিন।
6 / 8
মিক্সিতে মুসুর ডাল ও লাউসের খোসা একসঙ্গে পেস্ট করে নিন। এবার কড়াইয়ে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি, আদা, লঙ্কা, গোলমরিচের গুঁড়ো, চাট মশলা সব উপকরণ একসঙ্গে দিয়ে কষিয়ে নিতে হবে।
7 / 8
এবার তাতে ডালের পেস্ট তাতে দিয়ে ভাল করে মিশিয়ে নিলাম। পরিমাণমতো নুন দিন। এবার তা ঠান্ডা করে তাকে পকোড়ার আকার দিন।
8 / 8
একটা পাত্রে চালের আটা রেখে তাতে পকোড়াগুলি দিয়ে কোট করে নিন। এবার কড়াইয়ে তেল গরম করতে দিন। তাতে এগুলি দিয়ে ভেজে নিয়ে উপর থেকে ধনেপাতা ও চাট মশলা ছড়িয়ে পরিবেশন করুন।