Chicken Hariyali Kabab Recipe: বাড়িতেই ১০ মিনিটে বানিয়ে নিন চিকেন হরিয়ালি কাবাব
Sukla Bhattacharjee |
Mar 27, 2024 | 8:00 AM
Chicken Hariyali Kabab Recipe: সাধারণ চিকেন কাবাবের থেকে কম মশলাযুক্তি হরিয়ালি কাবার অনেকের বেশি পছন্দের। তাই ঘরোয়া পার্টি হোক বা অতিথি আপ্যায়ণ- এটা বানানোর জন্য দোকানে ছোটার দরকার নেই। বাড়িতেই ১০ মিনিটে বানিয়ে নিতে পারেন ক্রিস্পি চিকেন হরিয়ালি কাবাব।
1 / 8
মশলার ওই মিশ্রণের সঙ্গে এবার চিকেন লেগ পিসগুলি ভাল করে ম্যারিনেচট করুন। চিকেন পিস ম্যারিনেট করে অন্তত ২-৩ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। যতক্ষণ ফ্রিজে থাকবে মাংসের ভিতর মশলাগুলি ভাল ঢুকবে এবং নরম হবে
2 / 8
সাধারণ চিকেন কাবাবের থেকে কম মশলাযুক্তি হরিয়ালি কাবার অনেকের বেশি পছন্দের। তাই ঘরোয়া পার্টি হোক বা অতিথি আপ্যায়ণ- এটা বানানোর জন্য দোকানে ছোটার দরকার নেই। বাড়িতেই ১০ মিনিটে বানিয়ে নিতে পারেন ক্রিস্পি চিকেন হরিয়ালি কাবাব
3 / 8
চিকেন হরিয়ালি কাবাব বানাতে লাগবে বোনলেস চিকেন টুকরো, টক দই, মাখন, ধনেপাতা বা কারিপাতা কুচি, পুদিনাপাতা, কাঁচা লঙ্কা, গোলমরিচ গুঁড়ো, আদা ও রসুন বাটা, সামান্য পাতিলেবুর রস, নুন ও কাবাব কাঠি
4 / 8
আফগানি কাবাব বানাতে লাগে চিকেন লেগপিসের ছোট টুকরো, টক দই, আদা-রসুনবাটা, কাঁচা লঙ্কা, হলুদগুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গরম মশলাগুঁড়ো, কয়েকটি আমন্ড, ফ্রেশ ক্রিম, কসৌরি মেথি, সাদা তেল, মাখন, নুন ও অল্প জল।
5 / 8
প্রথমে চিকেন লেগ পিসগুলি ভাল করে ধুয়ে নিন। অন্যদিকে, আমন্ড জলে ভিজিয়ে খোসা ছাড়িয়ে কাঁচা লঙ্কার সঙ্গে ভাল করে পেস্ট করে নিন
6 / 8
অন্তত ১-২ ঘণ্টা পর ম্যারিনেট করা চিকেন ফ্রিজ থেকে বের করুন। এবার সেগুলি চিকেন কাঠিতে গেঁথে নিন। এক-একটি কাঠিতে অন্তত ৪-৬টি চিকেনের টুকরো রাখতে পারবেন। চিকেনের পিসগুলি যেন খুব ছোট না হয়
7 / 8
এবার কাঠিতে গাঁথা চিকেনের টুকরোগুলিতে ব্রাশ দিয়ে ভাল করে মাখন মাখান। এবার কাঠি সমেত চিকেন কাবাব গ্যাস ওভেনে গ্রিল স্ট্যান্ড বসিয়ে এপিঠ-ওপিঠ করে খুব ভাল করে সেঁকে নিন
8 / 8
প্রিহিটেড ওভেনে গ্রিল মোডেও গ্রিল করতে পারেন চিকেন। ১০-১৫ মিনিট গ্রিল করলেই তৈরি হয়ে যাবে হরিয়ালি চিকেন কাবাব। এবার শস বা ধনেপাতার চাটনি বা চিজের সঙ্গে গরম-গরম পরিবেশন করুন। জমে যাবে আড্ডা