Chicken Paturi Recipe: ভেটকি-ইলিশের মতো এবার চিকেন দিয়ে বানিয়ে নিন সুস্বাদু পাতুড়ি, রইল রেসিপি
Chicken Paturi Recipe: চিকেন পকোড়া, চিকেন ললিপপ থেকে চিকেনের বিভিন্ন সুস্বাদু পদের কথা সকলেই জানেন। এবার ভেটকি, ইলিশের মতো বাড়িতেই বানিয়ে নিন চিকেনের পাতুড়ি। চিকেনের পাতুড়ি বানাতে লাগবে বোনলেস চিকেন, পোস্ত বাটা, নারকেল বাটা। কীভাবে বানাবেন জেনে নিন।