Banana-Chocolate Ice Cream: কলা দিয়েই বাড়িতে বানিয়ে নিন চকোলেট আইসক্রিম, রইল রেসিপি
Banana Ice Cream Recipe: অরেঞ্জ, ভ্যানিলা, চকোলেট, দু-ইন ওয়ান, বাটার স্কচ থেকে বিভিন্ন ধরনের আইসক্রিম হয়। তবে ছোট থেকে টিনেজ, অধিকাংশেরই প্রথম পছন্দ চকোলেট আইসক্রিম। চকোলেট ক্রিম দিয়ে অনেকেই বাড়িতে আইসক্রিম বানান। এবার কলা দিয়ে বাড়িতে বানিয়ে নিন জিভে জল আনা আইসক্রিম।