Bra For Summer: গরমে ব্রা পরতে বিরক্তি? জেনে নিন কোন ধরনের অন্তর্বাসে মিলবে আরাম
TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য মুখোপাধ্য়ায়
Apr 26, 2023 | 1:15 PM
Bra Ideas: মরশুম বিশেষে পাল্টে যেতে থাকে পোশাকের স্টাইলের ধরন। তবে বিভিন্ন পোশাকের সঙ্গে মানানসই অন্তর্বাস না পরলে সেই পোশাকের স্টাইলকে যথার্থতা দেওয়া যায় না।
1 / 8
গরমে ব্রা পরতে রীতিমতো বিরক্তি লাগে অনেক মহিলারই। তাই আবহাওয়া ও আরাম দুইয়ের কথাই মাথায় রেখেই বাছতে হয় অন্তর্বাস।
2 / 8
মরশুম বিশেষে পাল্টে যেতে থাকে পোশাকের স্টাইলের ধরন। তবে বিভিন্ন পোশাকের সঙ্গে মানানসই অন্তর্বাস না পরলে সেই পোশাকের স্টাইলকে যথার্থতা দেওয়া যায় না। তাই গরমে আরাম ও স্টাইল দুই বজায় রেখে কী ধরনের ব্রা বাছবেন, জেনে নিন...
3 / 8
স্টাইলের দিক থেকে স্পোর্টস ব্রা খুব একটা খ্য়াতি না পেলেও আরামের দিকে তা ভীষণই জনপ্রিয়। ভ্যাপসা গরমে এই স্পোর্টস ব্রা আপনাকে আরাম দিতে পারে।
4 / 8
নিত্য়দিনের ব্যবহারে সুতির ব্রা পছন্দ করেন বেশিরভাগ মহিলাই। গরমের হাঁসাফাঁসভাব থেকে স্বস্তি পেতে তাই ব্যবহার করুন সুতির পাতলা ব্রা।
5 / 8
গরমের দিনে অনেকেই স্ট্র্য়াপলেস পোশাক পরে থাকেন। তাঁদের একমাত্র ভরসা স্ট্র্যাপলেস ব্রা। গরমে ব্রা এর স্ট্র্যাপ ত্বকের উপর চেপে বসে থাকার দরুণ অনেকসময়ই অস্বস্তি হয়। স্ট্র্যাপলেস ব্রা এই ধরনের সমস্যা থেকে মুক্তি দেবে।
6 / 8
ছাড়াও আপনি ব্যবহার করতে পারেন টি-শার্ট ব্রা। অনেক মহিলাই আরামের জন্য এই বিশেষ ধরনের ব্রা বেছে নেন।
7 / 8
চিক ব্রাও গরমে ব্যবহারের জন্য বেশ জনপ্রিয়। সব ধরনের পোশাকের সঙ্গে আপনি এই ধরনের ব্রা ব্য়বহার করতে পারবেন। এবং পরেও আরাম পাবনে।
8 / 8
গরমে চোখ বন্ধ করে বিশ্বাস করুন টিউব ব্রায়ের উপর। গরমে চ্যাপচ্যাপে ঘামেও কোনও অসুবিধা হয় না এই ধরনের ব্রা পরলে।