Clothes Bad Smell: জামা-কাপড় থেকে স্যাঁতস্যাঁতে গন্ধ বেরোচ্ছে? মেনে চলুন এই ঘরোয়া টিপস
Sukla Bhattacharjee |
Jul 27, 2024 | 2:27 PM
Clothes Bad Smell: স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় জামা-কাপড় ভিজে গেলে ঠিকমতো শুকনো হয় না। ফলে আধ-শুকনো জামা-কাপড় থেকে দুর্গন্ধ বেরোয়। জামা-কাপড়ে দুর্গন্ধ বেরোলে সেটা পরা যায় না। এদিকে, এই সময়ে রোদও ওঠে না। ফলে জামা-কাপড় থেকে দুর্গন্ধ কাটানো মুশকিল। তবে কয়েকটি ঘরোয়া পদ্ধতিতেই জামা-কাপড়ের দুর্গন্ধ দূর করতে পারেন।
1 / 8
বর্ষাকাল মানেই স্যাঁতস্যাঁতে আবহাওয়া। এই আবহাওয়ায় জামা-কাপড় ভিজে গেলে ঠিকমতো শুকনো হয় না। ফলে আধ-শুকনো জামা-কাপড় থেকে দুর্গন্ধ বেরোয়
2 / 8
জামা-কাপড়ে দুর্গন্ধ বেরোলে সেটা পরা যায় না। এদিকে, এই সময়ে রোদও ওঠে না। ফলে জামা-কাপড় থেকে দুর্গন্ধ কাটানো মুশকিল। তবে কয়েকটি ঘরোয়া পদ্ধতিতেই জামা-কাপড়ের দুর্গন্ধ দূর করতে পারেন
3 / 8
জামা-কাপড় ধোয়ার সময় জলে লেবুর রস কয়েক ফোঁটা মিশিয়ে নিন। লেবুর সুগন্ধে জামা-কাপড়ের দুর্গন্ধ চাপা পড়ে যায়। লেবু-জলে জামা-কাপড় ধুলে কেবল দুর্গন্ধ যায় না, ব্যাকটেরিয়াও দূর হয়
4 / 8
জামা-কাপড় ডিটারজেন্টে ধোয়ার পর বেকিং সোডায় কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। এতে কেবল জামা-কাপড়ের দুর্গন্ধ দূর হবে না, দাগ-ছোপও উঠে যাবে। তবে ডিটারজেন্টে ধোয়ার আগে কাপড় সোডায় ডুবিয়ে রাখা ভাল
5 / 8
বৃষ্টিতে ভেজা জামা-কাপড় থেকে দুর্গন্ধ দূর করতে ভিনিগার খুব কার্যকরী। ভিনিগার মেশানো জলে জামা-কাপড় কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। ভিনিগার জামা-কাপড় থেকে দুর্গন্ধ দূর করার পাশাপাশি ময়লাও দূর করে
6 / 8
জামা-কাপড় ধোয়ার পর রোদে দিতে না পারলে অন্তত খোলামেলা জায়গায় শুকোতে দিন, যেখানে হাওয়া চলাচল করতে পারে। খোলামেলা জায়গায় ভাল হাওয়ায় জামা-কাপড় শুকোলেও দুর্গন্ধ পালিয়ে যাবে
7 / 8
জামা-কাপড় ধোয়ার পর এক জায়গায় জড়ো করে রাখবেন না। এর ফলেও দুর্গন্ধ বেরোয়। বৃষ্টি হলে ঘরেই পাখার নীচে জামা-কাপড় ছড়িয়ে শুকোতে দিন
8 / 8
জামা-কাপড়ের দুর্গন্ধ দূর করতে বর্তমানে বাজারজাত কিছু সুগন্ধী লিক্যুইড পণ্য পাওয়া যায়। কাপড় ধোয়ার পর সেই লিক্যুইডে মেশানো জলে কাপড় ধুয়ে নিলেও দুর্গন্ধ দূর হয়ে সুন্দর গন্ধ বেরোয়