
ফ্ল্যাট কালচারে কদর কমলেও বাঙালির বাড়িতে দীর্ঘকাল ধরেই জায়গা পাকা ছিল তুলসী গাছের। ঔষধি গুণসম্পন্ন এই গাছের পাতা দিয়ে অনেক কাজে লাগে।

ঠান্ডা সারাতে তুলসী পাতার ব্যবহার অনেকেই করে থাকেন। কিন্তু আপনি কী জানেন মুখকে সুন্দর, আরও উজ্জ্বল করে তুলতে পারে তুলসী পাতা।

ব্রণ থেকে ব্ল্যাকহেডস- তুলসী পাতাকে বিভিন্ন ভাবে ব্যবহার করে ত্বকের বিভিন্ন সমস্যার সমাধান ঘরে বসেই করতে পারবেন আপনি। জেনে নিন কীভাবে তা করবেন।

ব্রণের সমস্যায় ভুগতে হয়নি এ রকম ভাগ্যবান কমই আছেন। সেই ব্রণকে জব্দ করার ক্ষমতা রাখে তুলসী পাতা। তুলসীপাতা ব্যবহার করে ঘরোয়া উপায়েই ব্রণকে বিদায় জানান।

এক মুঠো তুলসী পাতা নিন। তার পর পাতাগুলিকে জলে ভালো করে ধুয়ে ফেলুন। এবং তার পর বেঁটে নিন। তুলসীপাতা বাঁটার সঙ্গে চন্দনবাঁটা, এক চামত লেবুর রস এবং তিন চামচ গোলাপজল মিশিয়ে দিন।

এই মিশ্রণকে ভালো করে মিশিয়ে পেস্টের মতো তৈরি করুন। রাতে শোয়ার আগে এই মিশ্রণ লাগিয়ে দিন ব্রণের উপরে এবং আশপাশে।

মুখ পরিষ্কার করে নিয়মিত মিশ্রণটি বেশ কয়েক ধরে ব্যবহার করুন।

দিন কয়েক ব্যবহার করার পরই বুঝতে পারবেন তুলসীর জাদু। বিরক্তিকর ব্রণের হাত থেকে আপনার মুখকে নিষ্কৃতি দেবে তুলসীপাতা দিয়ে তৈরি এই মিশ্রণ।