
খামখেয়ালী বর্ষা, চিটচিটে গরমে ত্বকের একদম দফারফা হয়ে যাচ্ছে। সারাদিন চটচট করছে ঘাম। একবার বাইরে একবার এসি-তে ঢোকার ফলে তাপমাত্রারও হেরফের হচ্ছে।

বাইরে থেকে এসে খুব ভাল করে মুখ ধুলেও সকালে আবার মুখ চিটচিট করছে। বাইরে বেরনোর সময় সানস্ক্রিন লাগালে ত্বকে একটা কালো ভাব আসবেই। তার জন্য ডি-ট্যান করা খুব জরুরি।

সব সময় পার্লারে গিয়ে ফেসিয়াল করা বা ট্যান তোলা সম্ভব নয়। সেক্ষেত্রে বাড়িতেই বানিয়ে নিন ডি-ট্যান ফেসিয়াল প্যাক। এতে বাড়বে ত্বকের উজ্জ্বলতা। সেই সঙ্গে ত্বকের গ্লোও বাড়বে।

মাত্র ৭ মিনিটেই করতে পারবেন এই ডি-ট্যান ফেসিয়াল। দেখে নিন কী ভাবে করবেন। এই ফেসিয়ালের খরচ মাত্র ১২ টাকা।

প্রথমে ক্লিনজিং এর জন্য নারকেল তেল লাগিয়ে নিন। এই তেল নিয়ে এর মধ্যে কয়েক ফোঁটা জল নিয়ে ভাল করে মিশিয়ে নিয়ে মুখে খুব ভাল করে ম্যাসাজ করে নিতে হবে। এতে স্কিন অনেক বেশি টাইট থাকবে।

এবার অতিরিক্ত তেল ভিজে কাপড় দিয়ে মুছে নিতে হবে। এর ফলে ত্বকের ব্লাড সার্কুলেশনও ভাল হবে। এবার যে কোনও ফেয়ারনেস ক্রিম হাফ চামচ, হাফ চামচ চিনি, অর্ধেক পাতিলেবুর রস, এই ক্রিমে খুব ভাল করে মিশিয়ে নিতে হবে।

এটা একদম ক্রিমের মত তৈরি হয়ে যাবে। এবার এর মধ্যে রোজকার ব্যবহার করা ফেসওয়াশ খুব সামান্য মিশিয়ে নিন। যতটুকু রোজ মুখে লাগান। এইবার এই মিশ্রণ মুখে লাগিয়ে নিতে হবে। খুব ভাল করে তা লাগিয়ে ম্যাসাজ করে নিতে হবে।

এবার ভিজে কাপড় দিয়ে মুখ মুছে নিন। এতে মুখে একটা গ্লো আসবে। সেই সঙ্গে কালচে ভাবো দূর হবে। সপ্তাহে একদিন করে এই ফেসিয়াল করলেই দারুণ কাজ হবে। কোনও পার্টিতে যাওয়ার আগেও এই ফেসিয়াল করতে পারেন।